মুখ্যমন্ত্রীর পদবী উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন সঞ্চালিকা, বিঁধলেন মমতা

মুখ্যমন্ত্রীর পদবী উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন সঞ্চালিকা, বিঁধলেন মমতা

কলকাতা: ভার্চুয়ালি  কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-র দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এদিন শুরুতেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে গিয়ে হোঁচট খান সঞ্চালিকা৷ পদবী বলতে গিয়ে আটকে যান তিনি৷ যার জবাব দিতে ছাড়লেন না মমতা৷ 

আরও পড়ুন- চালের বাজারে আগুন, খাবে কি? মাথায় হাত মধ্যবিত্তের

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সঞ্চালিকাকে অনেক ধন্যবাদ৷ শেষ পর্যন্ত আপনি আমার পদবী ভুলে গিয়েছেন৷ ঠিক আছে৷ হয়তো আপনি নার্ভাস হয়ে গিয়েছেন৷’’  তিনি আরও বলেন, ‘‘এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্যেই এসেছি৷ কারণ বাংলার একটি হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি৷  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে দু’বার ফোন করে ছিলেন৷ কিন্তু বলে রাখি, আমরা আগেই এর উদ্বোধন করে দিয়েছি৷’’ কিন্তু কী ভাবে? মুখ্যমন্ত্রী বলেন,  কোভিড পরিস্থিতিতে যখন কেন্দ্রের সহায়তার প্রয়োজন ছিল তখন আমি নিজেই একদিন রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সির হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসে যাই৷ ওখানে আমরা কোভিড হাসপাতাল করি৷ এই হাসপাতালে ২৫ শতাংশ খরচ রাজ্য সরকার দিয়েছে৷ ১১ একর জমিও দেওয়া হয়েছে৷ রেকারিং খরচও দেবে রাজ্য সরকার।’’

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক সমস্ত সুযোগসুবিধা এই হাসপাতালে থাকবে।  নিউক্লিয়ার মেডিসিনের সুবিধার পাশাপাশি থাকছে রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস, চিকিৎসকদের আবাসন। এই হাসপাতালে থাকবে ৭৫০টি শয্যা। ১০০০ কোটি টাকা ব্যায়ে সিএনসিআই-এর  দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =