গান্ধীজির চশমা চুরি করে স্বচ্ছ্ব ভারত করছে মোদি: দেবব্রত

কলকাতা: তিন বছর পর ফের বড়সড় ব্রিগেড সমাবেশ করছে রাজ্য বামফ্রন্ট৷ সমাবেশ মঞ্চ থেকে এদিন তৃণমূল-বিজেপিকে আক্রমণ করেন বাম নেতারা৷ এদিন হুগলি জেলা সিপিএমের নতুন সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, মোদি গান্ধীজি চশমা চুরি করে স্বচ্ছ্ব ভারত করা হয়েছে৷ যে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি গান্ধীজিকে হত্যা করেছিল, সেই রাজনীতি এরা বাড়িয়ে দিচ্ছে৷ স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনও

48945de6f49302dc45548e0ea31467ca

গান্ধীজির চশমা চুরি করে স্বচ্ছ্ব ভারত করছে মোদি: দেবব্রত

কলকাতা: তিন বছর পর ফের বড়সড় ব্রিগেড সমাবেশ করছে রাজ্য বামফ্রন্ট৷ সমাবেশ মঞ্চ থেকে এদিন তৃণমূল-বিজেপিকে আক্রমণ করেন বাম নেতারা৷  এদিন হুগলি জেলা সিপিএমের নতুন সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, মোদি গান্ধীজি চশমা চুরি করে স্বচ্ছ্ব ভারত করা হয়েছে৷ যে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি গান্ধীজিকে হত্যা করেছিল, সেই রাজনীতি এরা বাড়িয়ে দিচ্ছে৷ স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনও অবদান নেই৷ আর এদের মুখেই বড় কথা৷

জনতার ব্রিগেড’ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ রবিবার সমাবেশ মঞ্চ থেকে বলেন, ‘‘আজ দেশ-রাজ্যে গণতন্ত্র লুট করা হয়েছে৷ বিজেপি-তৃণমূল একই ভাবে দেশে-রাজ্য অশান্তির পরিবেশ তৈরি করেছে৷ কারণ, বিজেপি-তৃণমূল একই বৃন্তে দুটি ফুল৷ আজ, রাজ্য আরএসএস বেড়ে ওঠার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় হাত সব থেকে বেশি৷ তাই আমরা বলছি এই দুই সরকারের বিনাশ৷’’

এদিন সভার প্রথম বক্তা হিসাবে বলতে গিয়ে মেজাজ হারান বিমান৷ মঞ্চে বাম নেতাদের কথা বলতে নিষেধ করে বলেন, ‘‘দেখছেন না, কত মানুষ এসেছেন! এত কী কথা৷ এই সব এখানে চলবে না৷’’ সভা শেষে কর্মীদের বলেন, ‘‘আপনারা কেউ মুখে কিছু বলবেন না৷ স্বেচ্ছাসেবকদের ডেকে নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে ফেলুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *