কলকাতা: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কার্যত গোটা দেশে চর্চা হয়েছে। ভোটের অশান্তি এবং হিংসা নিয়ে বারবার অভিযোগে বিদ্ধ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এতদিন বঙ্গ বা জাতীয় বিজেপি নেতৃত্ব এই নিয়ে নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন। শনিবার বিজেপির ‘ক্ষেত্রীয় পঞ্চায়েতিরাজ পরিষদ’-এর পুর্বাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য করতে শোনা গেল তাঁকে। যদিও মোদীকে পাল্টা দিতে ছাড়েননি মমতাও।
এদিন মোদী বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল কেমন রক্তের খেলা খেলেছে, এটা সারা দেশ দেখেছে। যাতে বিজেপি তথা বিরোধী প্রার্থীরা ভোটে লড়তেই না পারেন, তার সব রকম পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কিন্তু বিজেপির কার্যকর্তারা যেভাবে লড়াই করেছেন তা কুর্নিশযোগ্য। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, বাংলার পঞ্চায়েত ভোটে বিজেপিকে বাড়ি বাড়ি প্রচার করতে দেওয়া হয়নি। উল্টে বিজেপি কর্মী, প্রার্থীদের ভয় দেখানো হয়েছে। এছাড়া ছাপ্পা ভোটের বহর যে কেমন ছিল তা সকলেই জানেন। তবে এতকিছুর পরেও পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে আশীর্বাদ করেছেন বলে দাবি মোদীর।
বাংলা নিয়ে এত অভিযোগের পাল্টা দিতে বেশি সময় নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী জমানায় ‘দুর্নীতি’র কথা উল্লেখ করে তাঁর আক্রমণ, তিনি চাইছেন গরিব মানুষ মারা যাক। দেশের মৃত্যু হোক। সাধারণ মানুষের কথা তিনি ভাবেন না। পিএম কেয়ার ফান্ড, রাফাল চুক্তি, নোটবন্দি সবকিছু করা হয়েছে নিজেদের স্বার্থে। মানুষকে বোকা ভাবা বন্ধ করতে হবে।