মডেল সিটির তকমা পেল বাংলার ৩ শহর

কলকাতা: কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধাননগর সহ রাজ্যের তিনটি শহরকে ‘মডেল’ শহর (সিটি) হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে পাঁচটি নগরকে ‘মডেল’ নগর (টাউন) হিসেবে গড়ে তোলা হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) নির্দেশ মতো সম্প্রতি রাজ্য নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এবিষয়ে নতুন বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শহর এবং নগরগুলির বর্জ্য ব্যবস্থাপনাকে

a796e8447f3f7655b33344b3b6927ac5

মডেল সিটির তকমা পেল বাংলার ৩ শহর

কলকাতা: কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধাননগর সহ রাজ্যের তিনটি শহরকে ‘মডেল’ শহর (সিটি) হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে পাঁচটি নগরকে ‘মডেল’ নগর (টাউন) হিসেবে গড়ে তোলা হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) নির্দেশ মতো সম্প্রতি রাজ্য নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এবিষয়ে নতুন বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই শহর এবং নগরগুলির বর্জ্য ব্যবস্থাপনাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলা হবে। যাতে ভবিষ্যতে অন্যান্য শহর বা নগরগুলি সেই ‘মডেল’ অনুসরণ করে চলতে পারে। প্রসঙ্গত, অদূর ভবিষ্যতে জঞ্জাল সমস্যা প্রশাসনের একটি বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ২০১৬ আইনকে কড়াভাবে বলবৎ করার নির্দেশ আগেও দেওয়া হয়েছিল।

কিন্তু, তা সত্ত্বেও সেভাবে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছিল না। তাই বিষয়টি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) নজরদারিতে আনা হয়। পরবর্তী সময়ে এবিষয়ে নজরদারি চালাতে এনজিটি’র পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে একটি শীর্ষ কমিটি এবং রাজ্য পর্যায়ের পৃথক কমিটি তৈরি করারও নির্দেশ দেয়। সেই কমিটি গঠনের পরও, ওই আইন বলবৎ করার ক্ষেত্রে অনেকটাই ঢিলেমি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *