মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ

মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ

চাঁচল: মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। শুধু তাই নয় ছেলেকে ছাড়িয়ে আনতে ১৫ হাজার টাকাও গুণতে হয় পরিবারের লোকজনকে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পিপলতলা এলাকায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি।

মৃত যুবকের নাম প্রভাত মণ্ডল (২৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রভাত মোবাইলে গেম খেলা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত। গতকাল রাতে মোবাইলে ফোন করে কেউ বা কারা প্রভাতকে ডেকে পাঠায়। ভোরে পরিবারের লোকজন জানতে পারেন, মোবাইল চুরির অভিযোগে প্রভাতকে মারধর করা হয়েছে।

অভিযোগ, পরিবারের লোকজন ছেলেকে আনতে গেলে মোবাইল চুরির জরিমানা হিসেবে ১৫ হাজার টাকা দাবি করে ওই এলাকার বাসিন্দারা। পরে প্রতিবেশীদের কাছ থেকে ধার দেনা করে সেই টাকা দিয়ে পরিবারের লোকজন প্রভাতকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রভাতের।

প্রভাতের এক আত্মীয়ের আক্ষেপ, ‘‘মারধর করার পর ছেলেটার চিকিৎসা পর্যন্ত করানো হয়নি৷ এমনকি আমরা গেলেও আমাদেরও হাতে ছেলেকে ছাড়া হয়নি৷ টাকার জন্য আটকে রাখা হয়েছিল৷ ওরা যদি এভাবে আটকে না রাখতো তাহলে হয়তো এভাবে বিনা চিকিৎসায় ছেলেটাকে মরতে হত না৷’’ পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি তাঁরাও শুনেছেন৷ কিন্তু এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি৷ অন্যদিকে পুলিশের অন্য একটি সূত্রের খবর: নিহতের পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =