কলকাতা: কয়েকদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা রোগীর সিসিইউ বেডের জন্য দালালরাজের খবর প্রকাশ্যে এসেছিল। এবারও কাঠগোড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তবে এবারের অভিযোগ অন্য। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হাসপাতাল থেকে চুরি যাচ্ছে মৃত করোনা রোগীর মোবাইল।
এমনই এক অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছেন হাওড়ার শ্যামপুরের এক তরুণীর বাবা। ১৮ মে মেডিক্যালে করোনায় আক্রান্ত হয়ে ওই তরুণীর মৃত্যু হয়। কিন্তু তরুণীর মৃত্যুর পর থেকে পাওয়া যায় না তাঁর দুটি ফোন। তার মধ্যে একটি ফোন খুব দামি। পুলিশের দ্বারস্থ হন ওই তরুণীর পরিবার। একটা ফোন মাস খানেক ছোটাছুটি করে পাওয়া গেলেও দামি ফোনটা এখনও পাওয়া যায়নি।
করোনা ওয়ার্ডের মধ্যে রোগীর আত্মীয়রা প্রবেশ করতে পারে না। তাই মোবাইলের মাধ্যমেই রোগীর সঙ্গে পরিবারের লোকেরা যোগাযোগ করে ওঠেন। সেখানে করোনা রোগী মারা যাওয়ার পর মোবাইল ঘটনা চুরির ঘটনার অভিযোগ উঠে আসছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাংশের বিরুদ্ধে।
এর আগে করোনা রোগীকে কলকাতা সিসিইউতে ভর্তি করার ১২,০০০ টাকা দাবি করেছিল একটা দালালচক্র। অভিযোগ উঠেছিল, কোরনা রোগীর কাছে খাবার পৌঁছে দিতে গেলেও এই চুক্তি ভিত্তিক কর্মচারীরা ২০০ টাকা নিত। টাকা না দিলে, অক্সিজেনের নল খুলে রোগীদের মেরে ফেলারও হুমকি দেওয়া হতো বলে জানা গিয়েছে। যদিও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।