কলকাতা: প্রাথমিক শিক্ষক সহ অন্যান্য সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তদন্তের স্বার্থে এবার তলব করা হল তেহট্টের বিধায়ককে৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। যদিও বিধায়কের দাবি, এখনও পর্যন্ত তলবের কোনও চিঠি পাননি তিনি৷
আরও পড়ুন- লাগাতার কমছে সুস্থতা, আজ বাংলার সংক্রমণ ৩ হাজার পার করল
দিন কয়েক আগে এই মামলায় তাপস ঘনিষ্ঠ প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা। তেহট্টের বয়ারবান্দায় প্রবীরের বাড়িতেও অভিযান চালায় ওই দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এদিকে প্রবীরের অভিযোগ, তাপস সাহা তাঁকে ফাঁসিয়েছে৷ অবশ্য সেকথা অস্বীকার করেন তাপস।
এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করল দুর্নীতি দমন শাখা। এই বিষয়ে তাঁর বক্তব্য, আমার এ বিষয়ে কিছু জানা নেই। এখনও পর্যন্ত আমার কাছে অফিসিয়ালি তলবের কোনও চিঠি আসেনি।
চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এই বিষয়ে অভিযোগকারীরা নালিশ জানিয়েছেন তৃণমূলে শীর্ষস্তরের নেতাদের কাছেও৷ থানায় অভিযোগ দায়ের হয়ে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে বিধায়ক ঘনিষ্ঠদের বাড়ি ও দফতরে হানা দিয়ে তল্লাশি চালিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা৷ গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। সূত্রের খবর, প্রবীর কয়ালের বাড়ি থেকে কিছু নথিও উদ্ধার করেছেন অফিসাররা৷ এরপরেই বিধায়ককে তলব করল দুর্নীতি দমন শাখা।