কলকাতা: ফের বিজেপি’তে ভাঙন৷ উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনই তৃণমূলে প্রত্যাবর্তন আরও এক বিজেপি বিধায়কের৷ এবার পুরনো দলে ফিরলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়৷ এই নিয়ে এক সপ্তাহে মোট ৩ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন৷ শনিবার তাঁর হাতে দলীয় পতাকা তুলি দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷
আরও পড়ুন- ভোটের দিন ঘোষণা হতেই উত্তরবঙ্গে প্রাশাসনিক বৈঠক বাতিল করলেন মমতা
সোমবার তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ৷ মঙ্গবার তৃণমূলে যোগ দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস৷ আজ ফুল বদল করলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়৷ যার জেরে বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ৭৭ থেকে নেমে ৭১-এ পৌঁছল৷ সৌমেনও যে তৃণমূলের দিকে পা বাড়াবেন, তা ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেননি৷ ক’দিন আগে উত্তরবঙ্গে বিজেপির বৈঠকে গরহাজির ছিলেন তিনি৷ তবে বৈঠক শেষে বলেছিলেন, আমরা বিজেপিতেই রয়েছি বিজেপি’তে থাকবো।
এদিকে পুরোন দলে ফিরেই আজ সৌমেন রায় বলেন, ‘‘ছাত্রজীবন থেকেই তৃণমূল কংগ্রেস করেছি৷ দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছি৷ ঘটনাচক্রে বিজেপি’র টিকিট নিয়ে আমি কালিয়াগঞ্জে দাঁড়াই ও জয়ী হই৷ কিন্তু আমার মন প্রাণ তৃণমূল কংগ্রেসেই পড়ে ছিল৷’’ তাঁর কথায়, ‘‘বাংলার মানুষ বিধানসভা নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২১৩টি আসনে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়েছেন৷ গত ১০ বছরে সারা বাংলায় ও উত্তরবঙ্গে যে ভাবে উন্নয়নমূলক কাজ করা হয়েছে, তার সঙ্গী হতেই তৃণমূলে যোগদান করলাম৷ যে সময়টুকু ছিলাম না সেটা আমার ভুল৷ আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম৷ এর জন্য ক্ষমাপ্রার্থী৷’’
আরও পড়ুন- প্রকাশিত উপনির্বাচনের নির্ঘণ্ট, কিন্তু কোন শর্তে ভোট? জানাল কমিশন
সৌমেন আরও বলেন, বিজেপি’র সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতি মেলে না৷ ওঁরা এরাজ্যে বিভাজনের রাজনীতি করতে চাইছে৷ বাংলার মানুষ সেটা সমর্থন করবে না৷ এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, বাংলাজুড়ে যুব সমাজকে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একজন যুবক হিসাবে তাতে উদ্বুদ্ধ হয়ে সৌমেন রায় দলে যোগদান করছেন৷ সঠিক সময়ে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন৷