Aajbikel

পুলিশকে '২ টাকার চাকর' বলে তোপ! তৃণমূল বিধায়ক থানায় বসিয়ে রেখে ক্ষমা চাওয়ালেন SDPO

 | 
গিয়াসুদ্দিন

কলকাতা: ফের বেফাঁস মন্তব্যে বিতর্ক উস্কালেন তৃণমূলের এক বিধায়ক৷ প্রকাশ্যে পুলিশকে '২ টাকার চাকর' বলে অপমান করলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা৷  ভাইরাল তাঁর বক্তব্যের ভিডিয়ো। কিন্তু,  বিধায়কের এই ঔদ্ধত্য মেনে নেয়নি পুলিশ৷ উলটে তাঁকে থানায় বসিয়ে ক্ষমা চাওয়ানো হয়। ঘটনাটি ডায়মন্ড হারবার সাব ডিভিশনের অন্তর্গত উস্তি এলাকার৷ 

আরও পড়ুন- হুগলির তৃণমূল বিধায়কের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী! ছবি ভাইরাল হতেই বিতর্ক


তৃণমূলের এক নেতাকে আটক করার অভিযোগে থানায় গিয়ে দাদাগিরি দেখান তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা৷ ঘটনার সূত্রপাত রবিবার৷ ওই দিন উস্থি থানার ভোলেরহাটে এক বৃদ্ধা তাঁর ছেলের হাতে কউন হন৷ অভিযুক্তকে খুনের দায়ে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা জয়ন্ত চৌধুরীর৷ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে৷ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তৃণমূল নেতার আটকের খবর শুনেই দলবল নিয়ে থানায় হাজির হন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক৷ থানায় গিয়ে পুলিশকর্মীদেরকে রীতিমতো হুমকি দিয়ে শাসাতে থাকেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা পুলিশ কর্মীদের হুমকি দিচ্ছেন। সেই সময়ই তিনি পুলিশকর্মীদের '২ টাকার কর্মী' বলে কটাক্ষ করেন৷


এই ঘটনা প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করছেন ডায়মন্ড হারবারের এসডিপিও৷ বিধায়ক বলে রেয়াত না করে তাঁকে বেশ কিছুক্ষণ থানায় বসিয়ে রাখা হয়। তবে থানার ভিতরে নয়, বিধায়ককে বসিয়ে রাখা হয় বাইরের সিঁড়িতে৷ এমনকী, থানায় এসে পুলিশকর্মীদেরকে শাসানোর ঘটনায় গিয়াসুদ্দিনকে ক্ষমা চাইতে বলা হয়। এসডিপিও মিতুন দে নিজে বিধায়ককে ক্ষমা চাইতে বাধ্য করেন। 

Around The Web

Trending News

You May like