বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গা বন্ধ হবে! দাবি করছেন মিঠুন

বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গা বন্ধ হবে! দাবি করছেন মিঠুন

3d11e66330f77aba51e6c49b0b7abf97

কলকাতা: টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র হয় এদিন রোড শো করলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে কোনো মন্তব্য না করে তিনি জানালেন, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে দাঙ্গা বা সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে তিনি দাবি করলেন, টালিগঞ্জে বাবুল সুপ্রিয় জিতে গিয়েছেন, শুধু কত ভোটে জিতেছেন সেটাই জানতে হবে।

এদিন টালিগঞ্জের মোড়ে মহানায়ক উত্তমকুমারের মূর্তিতে প্রণাম করে রোড শো শুরু করেন মিঠুন চক্রবর্তী এবং বাবুল সুপ্রিয়। সেই রোড‌ শো থেকেই সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী জানান, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে দাঙ্গা এবং সন্ত্রাসের মতো ঘটনা হবে না। কারণ বিজেপির বিরুদ্ধে। একইসঙ্গে বাবুলের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই মানুষের কাছে প্রমান করে দিয়েছেন যে তিনি কতটা কাজ করতে পারেন। বিজেপি বাংলায় নিজেদের মত ভালো জায়গা করে নিয়েছে, এদিকে বাবুল সুপ্রিয় নির্বাচনে জিতে গিয়েছেন তবে তিনি কত ভোটে জিতেছেন সেটা এখন জানা বাকি। এর পাশাপাশি তিনি আরো দাবি করেন, প্রথম তিন দফার নির্বাচনে বাংলার ভোট আবহ কোনদিকে ঘুরেছে তারা সকলেই বুঝতে পারছেন। তাই এ ব্যাপারে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। তাই টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় যে ভোটে জিতেছেন তাতে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন- আছে ৩টি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি! জেনে নিন বাবুল সুপ্রিয়র সম্পত্তির খতিয়ান

এদিন আবার বেহালা পূর্ব এবং পশ্চিমের বিজেপি প্রার্থী যথাক্রমে পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হয়ে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু অনুমতি না মেলায় সেই রোড শো করতে পারিনি বিজেপি জানিয়ে পরবর্তী ক্ষেত্রে ব্যাপক গোলমাল সৃষ্টি হয় বেহালায়। ঘটনার প্রতিবাদে বেহালা পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা৷ উপস্থিত হন খোদ শ্রাবন্তী৷ পুলিশ অফিসারদের সঙ্গে তিনি নিজে কথা বলতে যান৷ অন্যদিকে থানার বাইরে বাইরে চলতে থাকে বিজেপি কর্মীদের বিক্ষোভ৷ যার জেরে বেহালার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বনমালি নস্কর রোড অবরুদ্ধ  হয়ে পড়ে৷ থানা থেকে বেরিয়ে শ্রাবন্তী বলেন, অনুমতি পাওয়া না গেলেও প্রচারের শেষ  তিনি রোড শো করবেনই৷ এর পরেই বেহালা এয়ারপোর্ট চত্বরে উপস্থিত হন বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *