রাজভবনে মিঠুন! রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বাড়ছে জল্পনা

রাজভবনে মিঠুন! রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বাড়ছে জল্পনা

কলকাতা: আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোট গণনা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হলেও হলফ করে বলা যায় গোটা দেশের নজর আলাদাভাবে রয়েছে বাংলার দিকেই। সেই ভোট গণনার আগের দিন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী রাজভবনে গিয়ে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। সঙ্গে সঙ্গে ব্যাপক জল্পনা শুরু হয়ে গেল। যদিও কী ব্যাপারে তিনি সাক্ষাৎ করেছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মিঠুন নিজে জানিয়েছেন যে, আজকের সাক্ষাৎকার সম্পন্ন সৌজন্যেমূলক ছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার দিন বিজেপিতে যোগদান প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই একাধিক প্রার্থীর হয়ে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে গোটা রাজ্যে প্রচার করেছেন তিনি। বারংবার বর্তমান শাসক দলের বিরুদ্ধে আক্রমণ করেছেন এবং পরোক্ষে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট পর্ব শেষে তিনিও যথেষ্ট আশাবাদী যে বিজেপি বাংলায় ভালো ফল করবে। তার আগে আজ হঠাৎ রাজভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। রাজ্যপালকে তৃণমূল কংগ্রেস বরাবর বিজেপির ‘লোক’ বলে কটাক্ষ করে এসেছে। এমনকি রাষ্ট্রপতির কাছে আর্জি পর্যন্ত জানানো হয়েছিল যাতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। একাধিকবার বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে লেগেছে তাঁর। সেই প্রেক্ষিতে ঠিক ভোট গণনার আগের দিন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে কৌতুহল বেড়েছে সকলের মধ্যে। যদিও জানা গিয়েছে, রাজভবনে মিঠুনকে আমন্ত্রণ করেছিলেন খোদ রাজ্যপাল। 

সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছিল যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। যদিও পরে জানা যায় সেটি সম্পূর্ণ ভুল খবর। পরবর্তী ক্ষেত্রে ভোট দিয়ে ফের একবার শাসক দলকে পরোক্ষে আক্রমণ করেছিলেন তিনি। দাবি করেছিলেন, এত শান্তিপূর্ণ ভোট এই বাংলায় এর আগে কখনো হয়নি। তাই গণনার ঠিক আগের দিন রাজ্যপাল এবং মিঠুনের সৌজন্য সাক্ষাতে ঘিরে অবশ্যই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কবে সবার সবচেয়ে বেশি কৌতুহল আগামীকালকে নিয়েই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 15 =