প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন, তড়িঘড়ি আনা হল কলকাতায়

প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন, তড়িঘড়ি আনা হল কলকাতায়

রাযগঞ্জ:  প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন মহাগুরু৷ তড়িঘড়ি তাঁকে ফিরিয়ে আনা হল কলকাতায়৷ রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোট প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী৷ সেখানেই প্রচার চলার মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তারকা প্রচারকের অসুস্থতা নিয়ে উদ্বগে গেরুয়া শিবির৷ 

আরও পড়ুন- সুজাতা-সায়ন্তনের প্রচারে নিষেধাজ্ঞা জারি কমিশনের

এদিন অসুস্থ হওয়ার পরেই কপ্টারে করে উত্তর দিনাজপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে৷ আজ রায়গঞ্জের চণ্ডীতলায় ৫ কিলোমিটার রোড শো করার কথা ছিল মহাগুরুর৷ সময় মতো তিনি পৌঁছেও গিয়েছিলেন৷ পরিকল্পনা মাফিক শুরু হয় রোড শোও৷ তাঁকে দেখতে ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ৷ তাঁদের মধ্যে উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো৷ কিন্তু রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কাটে৷ অসুস্থ হয়ে পড়েন মিঠুন৷ তিনি অসুস্থ বোধ করতেই তাঁকে হুড খোলা গাড়ি থেকে নামিয়ে আনা হয়৷ এর পর আর বেশিক্ষণ সেখানে অপেক্ষা করেননি তাঁর সঙ্গীরা৷ অবিলম্বে কপ্টারে চাপিয়ে নিয়ে আসা হয় কলকাতায়৷ 

জানা গিয়েছে, রোড শো শুরুর আগেই এদিন খানিকটা অসুস্থতা বোধ করছিলেন তিনি৷ কিন্তু সতীর্থদের অনুরোধেই তিনি হুড খোলা গাড়িতে উঠে পড়েন৷ তবে বেশিক্ষণ নয়, ২০০ মিটার পথ পেরতে না পেরতেই  অসুস্থতা বোধ করতে থাকেন তিনি৷ ভেস্তে যায় রোড শো৷ 

আরও পড়ুন- ‘ফেঁসে যাবেন, পাশে থাকবে না সরকার,’ কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মমতার

প্রসঙ্গত, একদা মিঠুন ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ৷ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী৷ কিন্তু চিটফান্ড সংস্থার সঙ্গে নাম জড়ানোর পরই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে তাঁর। পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেন৷ গত মার্চ মাসে কলকাতায় মোদীর ব্রিগেড সভায় যোগ দেন বিজেপি’তে৷ তার পর থেকেই লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =