Aajbikel

নিখোঁজ! অমিত শাহ-সহ BJP নেতাদের ‘সন্ধান চাই’ পোস্টারে ছয়লাপ হাবড়া

 | 
নিখোঁজ
 

কলকাতা: দু’দিন আগেই হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ হাবড়ার পৌরসভার প্রশাসক ও আট নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরের সন্ধান চেয়েও পোস্টার দেওয়া হয়েছিল৷ এবার পাল্টা বিজেপি নেতাদের নামে পড়ল সন্ধান চাই পোস্টার৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্য নেতৃত্ব, সকলের নামেই পোস্টার পড়েছে হাবড়া জুড়ে৷ এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল সিনসা-সহ বিজেপির ৮ নেতা৷ হাবড়া শহরের একাধিক জায়গায় তাঁদের নামে ‘সন্ধান চাই’ পোস্টার দেখা যায়। 

আরও পড়ুন- বিভিন্ন প্রকল্প রূপায়নে টান পড়েছে ভাঁড়ারে, কেন্দ্রীয় প্রকল্পে ঝুঁকছে রাজ্য

তৃণমূলের দাবি, ভোটে হারার পর থেকেই দেখা নেই বিজেপি নেতাদের। তাই তাঁদের নামে এই পোস্টার টাঙিয়েছেন সাধারণ মানুষ। পাল্টা বিজেপির দাবি, কাজ করার জন্য বিজেপি নেতাদেরই প্রয়োজন৷ তাই তাঁদের খোঁজ করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি’র সোশ্যাল মিডিয়া গ্রুপে তৃণমূলের নেতা-মন্ত্রীদের নামে সন্ধান চাই বলে পোস্ট করা হয়েছিল। তাতে লেখা হয়, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়ার পুর প্রশাসক নারায়ন চন্দ্র সাহা এবং ৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নন্দা চক্রবর্তীর  ‘সন্ধান চাই’৷ যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা৷


এ বিষয়ে বিজেপি নেতা বিপ্লব হালদার বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে জলমগ্ন রয়েছে হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড৷ প্রবল দুর্ভোগের মধ্যে রয়েছে এলাকার মানুষ। অথচ বিধায়ক, প্রশাসক বা কো-অর্ডিনেটর কাররই দেখা মেলেনি। সাধারণ মানুষই তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল সাইটে ‘সন্ধান চাই’ পোস্টার দিয়েছে।’  
 

Around The Web

Trending News

You May like