রাতভোর নিঁখোজ! প্রভুর এক ডাকে কচুরিপানা সরিয়ে উঠে এল পোষ্য ‘হুডি’

রাতভোর নিঁখোজ! প্রভুর এক ডাকে কচুরিপানা সরিয়ে উঠে এল পোষ্য ‘হুডি’

কলকাতা: সেই লকডাউনের সময় থেকে ঘরবন্দি ছিল সে৷ ঘরে থেকে থেকে মেজাজটাও হয়ে উঠেছিল বেজায় খিটখিটে৷ অবশেষে শনিবার বিকেলে বাড়ির গাড়ি চালকের সঙ্গে ঘুরতে বেড়োয় ‘হুডি’৷ কিন্তু চালকের চোখ এড়িয়ে হঠাৎ করেই বেপাত্তা হয়ে যায় এই পোষ্য সারমেয়টি৷ হুডির খোঁজে উতলা হয়ে ওঠেন তাঁর মালকিন৷ সারা রাত পুলিশ লাগিয়ে খোঁজ চলায় মেয়ো রোড চত্বরে৷ 

কিন্তু তন্নতন্ন করে খুঁজেও হুডি’র খোঁজ পায়নি পুলিশ৷ এর পর খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা গ্রুপকেও৷ তাঁরাও ব্যর্থ হওয়ায় ময়দানে নামেন তার মালকিন৷ মেয়ো রোডে এসে হুডিকে ডাক দিতেই কচুরিপানা সরিয়ে মুখ বার করে সে৷ তার পর ছুটে এসে এক লাফে উঠে পড়ে মালকিনের কোলে৷ 

হুডির মালকিন মেহের হুয়াংয়ের বাড়ি ট্যাংরার ক্রিস্টোফার রোডে৷ হুডি তার খুবই আদরের পোষ্য৷ লকডাউন শুরু হওয়ার আগে প্রতিদিন বিকেলে তাকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতেন মেহের৷ কিন্তু করোনা আবহে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়৷ বেরতে না পেরে অস্থির হয়ে উঠেছিল হুডি৷ বিরক্ত করছিল বাড়ির সদস্যদের৷ তাই বাধ্য হয়েই সেদিন বাড়ির ড্রাইভারের সঙ্গে ঘুরতে পাঠান তাকে৷ ফাঁকা নিরাপদ জায়গা ভেবে হুডিকে মেয়ো রোডে নিয়ে আসেন গাড়ির ড্রাইভার৷ কিন্তু সেখানে খেলতে খেলতে আচমকাই বেপাত্তা হয়ে যায় হুডি৷ অনেক খোঁজাখুঁজির পরও তার টিকি মেলেনি৷ বাধ্য হয়েই মালকিনকে ফোন করে বিষয়টি জানান তিনি৷ এই খবর শুনেই উতলা হয়ে পড়েন মেহের৷ সঙ্গে সঙ্গে ময়দান থানায় ফোন করে হুডিকে খুঁজে দেওয়ার জন্য কাতর আবেদন জানান তিনি৷ সেই মত খোঁজও শুরু করে পুলিশ৷ কিন্তু কোনও ভাবেই হুডিকে খুঁজে পাওয়া যায়নি৷

রবিবার সকাল হতে নিজেই মেয়ো রোডে চলে আসেন মেহের৷ ড্রাইভার জানান, শেষবার জলাশয়ের পাশে হুডিকে দেখেছিলেন তিনি৷ পুলিশ জলাশয়ের কাছে গিয়ে তাকে ডাকাডাকি করলেও, হুডির সাড়া মেলেনি৷ কিন্তু তাঁর মালকিন একবার ডাক দিতেই কচুরিপানা ঠেলে মাথা তোলে হুডি৷ আদরের পোষ্যকে খুঁজে পান মেহের৷ শনিবার বিকেলে জলাশয়ের ধারে ঘুরতে ঘুরতে সম্ভবত পা পিছলে পড়ে গিয়েছিল হুডি৷ আটকে গিয়েছিল কচুরিপানার জালে৷ অন্ধকারে আর বেরিয়ে আসতে পারেনি সে৷ পুলিশ এসে বারবার ডাকাডাকি করলেও, অচেনা ডাকে সারা দেয়নি সে৷ সকালে মালকিনের গলার আওয়াজ পেয়েই আশ্বস্ত হয় সে৷ কচুরিপানা সরিয়ে দেখা দেয় সারমেয় হুডি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =