বিজেপি বিরোধী ঐক্যের পক্ষে বিপজ্জনক মমতা, সতর্ক করলেন মিশ্র

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী ঐক্যের পক্ষে বিপজ্জনক বলে মনে করে সিপিআই(এম)। আলিপুরদুয়ারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআই(এম) র রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্র বলেছেন, আমি শুনেছি উনি দিল্লিতে গিয়েছেন। কিন্তু বিজেপি কে যারা ক্ষমতাচ্যুত করার লড়াই করতে চান তাঁরা ওঁর সম্পর্কে সাবধান। ওঁর রেকর্ড হলো যেদিকে মন্ত্রিত্ব পাওয়া যায় সেদিকে চলে যাওয়ার, আগেও

বিজেপি বিরোধী ঐক্যের পক্ষে বিপজ্জনক মমতা, সতর্ক করলেন মিশ্র

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী ঐক্যের পক্ষে বিপজ্জনক বলে মনে করে সিপিআই(এম)। আলিপুরদুয়ারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআই(এম) র রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্র বলেছেন, আমি শুনেছি উনি দিল্লিতে গিয়েছেন। কিন্তু বিজেপি কে যারা ক্ষমতাচ্যুত করার লড়াই করতে চান তাঁরা ওঁর সম্পর্কে সাবধান। ওঁর রেকর্ড হলো যেদিকে মন্ত্রিত্ব পাওয়া যায় সেদিকে চলে যাওয়ার, আগেও উনি দু বার বিজেপির সঙ্গে ছিলেন। আর এখন বিজেপি বিরোধী শক্তির মধ্যে উনি হলেন ট্রয়ের ঘোড়া, বিজেপি র স্বার্থেই উনি কাজ করছেন। বাবরি মসজিদ ভাঙার সময়ে রথ বের করা আদবানিকে তো উনিই রাষ্ট্রপতি পদে দেখতে চেয়েছিলেন।

এরাজ্যে তৃণমূল দল ও সরকারের ভূমিকা উল্লেখ করে তিনি বলেছেন, কোচবিহারে তৃণমূলের যুবনেতা বিজেপির রথ বের করার আয়োজন করছেন। মুখ্যমন্ত্রীর দলের কত নেতা বিজেপি তে যোগ দিতে তৈরি সেটা মুখ্যমন্ত্রী জানেন? তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ এরাজ্যে তারা বিজেপি কে ডেকে এনেছে। আর এখন তৃণমূলের লুম্পেন বাহিনীকে বিজেপি ব্যবহার করছে। তৃণমূলের কতজন অথবা গোটা দলটাই বিজেপি তে চলে যাবে কিনা দেখা যাবে, কিন্তু আমরা বামপন্থীরা আমাদের নীতি নিয়ে বিজেপি র বিরুদ্ধে লড়াইতে আছি এবং থাকবো। ভারতের সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য আমরা বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আছি, গত ৬ডিসেম্বরেও আমরা রাজ্যে শতাধিক জায়গায় ১৭টি দল মিলে ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য পথে ছিলাম। ভবিষ্যতেও থাকবো। কলকাতায় ব্রিগেডে মমতা ব্যানার্জির ডাকা সমাবেশে আমন্ত্রণ পেলে সিপিআই(এম) যাবে কিনা এই প্রশ্নের উত্তরে মিশ্র বলেন, আমাদের পার্টির কেউ ওঁর আমন্ত্রণ পেয়েছে বলে শুনিনি। শুধু শুধু আমন্ত্রণ জানিয়ে লাভ নেই, কারণ তা প্রত্যাখ্যাত হবে। আমরা কেউ ওঁর মঞ্চে যাবো না। তৃণমূল আর বিজেপি ব্রিগেডে যে সমাবেশ করবে আমাদের সমাবেশ তাকে ছাপিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *