নিজস্ব সংবাদদাতা, গোসাবা: ঘাসফুল ছেড়ে পদ্মে যাওয়ার পর থেকে শুভেন্দুকে মীরজাফরের তকমা দিয়েছে তৃণমূল৷ তোপ দাগা হয়েছে বিশ্বাসঘাতক বলেও৷ ক্ষমতার লোভেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন শুভেন্দু৷ প্রকাশ্যে এমনই দাবি করেছেন তৃণমূলের ছোট বড় নেতারা৷ এবার শুভেন্দুকে একহাত নিলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর৷ বললেন, ‘মিরজাফররা কোনওদিন নবাব হতে পারে না৷’ তারা কোট কোটি টাকা খেয়েছে, নিজেদের বাঁচাতে বিজেপিতে গেছে তারা৷
তিনি আরো বলেন, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির অবসান ঘটবে সুন্দরবনের লবণাক্ত নদীর জলে। একইসঙ্গে বিধায়কের দাবি, শুভেন্দু বিজেপিতে যাওয়ার আগে তাকেও প্রলোভন দেখিয়েছিল গেরুয়া শিবিরে যাওয়ার৷ এমনকি একইসঙ্গে এবার গোসাবা থেকে তিনিই যে টিকিট পেতে চলেছেন তাও খোলসা করলেন বিধায়ক৷ বললেন, তার নামে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন৷ যেখানে তৃণমূল নেত্রী এখনও বিধানসভা প্রার্থীদের নাম ঘোষণা করেননি সেখানে বিধায়ক জানিয়ে দিলেন তিনি গোসাবার প্রার্থী৷
তিনি বলেন ‘গোসাবা কেন্দ্রে আমিই প্রার্থী।তাছাড়া গোসাবা ব্লকের বিভিন্ন প্রান্তে বিধানসভা নির্বাচন নিয়ে ইতি মধ্যে দলীয় ভাবে দেওয়াল লেখা শুরু করা হয়েছে।তিনি আরো বলেন গত দুবার বিধানসভা নির্বাচনে গোসাবার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছিলেন।সব সময় তাঁদের সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি।তৃতীয় বারের জন্যও গোসাবার মানুষ আমাকে আশীর্বাদ করবেন এবং গত বিধান সভা নির্বাচনে প্রায় কুড়ি হাজার ভোটে জয় পেয়েছিলাম এবার ৫০ হাজার ভোটে জয়লাভ করবো
যদি তৃণমূল থেকে ফের জয়ন্ত নস্করকেই প্রার্থী করা হয় তাহলে বিজেপি থেকে তার বিরুদ্ধে কে দাঁড়ায় এখন সেটাই দেখার৷