কলকাতা: ১০০ ফুটের একটি বুদ্ধ মূর্তি গড়ছেন কুমারটুলির মৃৎশিল্পী মিন্টু পাল। ‘বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলেফয়ার মিশনে’র তরফে দাবি করা হয়েছে, এই মূর্তিটিই সব থেকে বড় মূর্তি। বুদ্ধের শায়িত মূর্তি প্রস্তুত করছেন মিন্টু পাল৷ জানা গিয়েছে, আগামী বৌদ্ধ পূর্ণিমায় বুদ্ধগয়ায় এই মূর্তি স্থাপন করা হবে।
আরও পড়ুন- রোগীদের ভর্তির টাকা নিয়ে সমস্যা চলছেই, শীঘ্রই সমাধানের আশ্বাস কোভিড ইউনিটের
প্রতিষ্ঠাতা সম্পাদক আর্যপাল ভিক্ষু জানিয়েছেন, সারনাথে বুদ্ধের দাঁড়ানো মূর্তি আছে। বুদ্ধগয়াতে বুদ্ধের ধ্যানস্থ মূর্তি আছে। দুটির উচ্চতা ৮০ ফুট। সিংহ শয্যার মূর্তিটিও ৮০ ফুট। কিন্তু সিংহশয্যা ধরলে তা ১০০ ফুট হয়ে যাবে। চাইলে এর থেকে বড় মূর্তি করা যেতে পারে। কিন্তু বুদ্ধ যেহেতু ৮০ বছর বেঁচে ছিলেন, তাই ৮০ ফুটের থেকে বড় মূর্তি করা হবে না। তিনি জানান, দেশের বৃহত্তম বুদ্ধ মূর্তি হবে এই শায়িত মূর্তি। ইতিহাসের পাতায় নাম লেখাতে পেরে খুশি মিন্টু পাল। তিনি জানিয়েছেন, সারা বিশ্ব থেরে বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধ গয়ায় আসেন। সবাই তাঁর তৈরি সোনালি মূর্তি সবাই দেখবে। ভাবলেই আনন্দ হচ্ছে।আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কয়েক হাজার বছর থাকবে ফাইবার গ্লাসের এই মূর্তি।
আরও পড়ুন- BJP-RSS সম্পর্ক ছিন্ন করে মুসলিমদের ভুল শুধরানোর ডাক!
অনেকদিন ধরেই এই বিষয়ে কথা হচ্ছিল। জানুয়ারিতে বরাত পান মিন্টু পাল। তিনি কাজও শুরু করেছিলেন। কিন্তু তারপরেই লকডাউন শুরু হয়ে যাওয়ার পর কাজে ব্যাঘাত ঘটে। ফের কাজ শুরু হয়েছে। মিন্টু পাল জানিয়েছেন, সব আলাদা আলাদা করে তৈরি করা হবে। বুদ্ধগয়াতে গিয়ে অংশগুলো জোড়া হবে।