কৃষ্ণনগর: এবার জন্মদাতা পিতার লালসার শিকার হল এক এক নাবালিকা কন্যা৷ অভিযোগ, টানা তিন বছর ধরে নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন বাবার৷ কিন্তু সম্মানহানি এবং প্রাণ ভয়ে মুখ বুঝে সহ্য করত নাবালিকা ছাত্রী। গত দুইদিন আগেও তার ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। অবশেষে সহ্য করতে না পেরে স্কুলের সিস্টার এবং বন্ধুদের কাছে সব কথা জানিয়ে দেয় সে। খবর জানাজানি হতেই প্রতিবেশীরাই ওই নাবালিকাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার নির্মল নগর এলাকার। জানা যায় অভিযুক্ত নাবালিকার বাবা কলকাতার একটি রেস্তোরাঁয় কাজ করে। সে দ্বিতীয় বিয়ে করে। ওই নাবালিকার সৎমার দাবি, তিনি বিশ্বাস করেন না তার স্বামী এমন আচরণ করতে পারে। ওই ছাত্রী কি কারণে এমন অভিযোগ তুলেছেন তা তিনি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন৷ যদিও ওই ছাত্রীর দাবি মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তাকে যৌন নির্যাতন করত তার বাবা। প্রতিবেশীরা চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের। এই মর্মে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা।
যদিও ঘটনার পর থেকেই নাবালিকার অভিযুক্ত বাবা পলাতক৷ তাঁর খোঁজ পেতে নাবালিকার সৎমাকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের এক কর্তা বলেন, ‘‘এমন অভিযোগ সত্যিই বহু প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়ে দেয়৷ যেন তেন অভিযুক্তকে পাকড়াও করাটাই আমাদের প্রধান লক্ষ্য৷’’