নয়াদিল্লি: মুখ্যসচিবকে ফের একদফায় কড়া চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ রাজ্যে করোনায় মৃত্যু হারের পরিসংখ্যান তুলে ধরে ঠিকঠাক লকডাউন বিধি কর্যকর করার নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্রসচিব৷ হাওড়া ও কলকাতায় লকডাউন বিধি অমান্য করা হচ্ছে বলেও তুলেছেন অভিযোগ৷ পাশাপাশি কোনও একটি গোষ্ঠী লকডাউন বিধি মানছে না বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন ভাল্লা৷ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠি উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছেন, রাজ্যে করোনায় মৃত্যুর হার ১৩.২ শতাংশ৷ যা যে কোনও রাজ্যে তুলনায় বেশি৷ নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট বলে জানিয়ে মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব৷
জনবহুল এলাকায় আরও বেশি পরিমাণ পরীক্ষার প্রয়োজন৷ বিভিন্ন জায়গায় লকডাউন অমান্য করা হচ্ছে৷ কিছু এলাকায় কিছু গোষ্ঠী লকডাউন অমান্য করছে৷ লকডাউন কার্যকর করতে গিয়ে পুলিশ আক্রান্ত হচ্ছেন৷ মুখ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন তিনি৷ একই সঙ্গে দোকান, বাজার নিয়ে উদ্বোগ প্রকাশ করেছেন তিনি৷ দোকান বাজারগুলিতে উপচে পড়ছে ভিড়৷ মাস্ক ছাড়া অবাধে রাস্তায় ঘোরাঘুরি চলছে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে৷
Ministry of Home Affairs Secy Ajay Bhalla has written to West Bengal Chief Secy Rajiv Sinha saying,”Response to COVID19 in West Bengal is characterized by very low rate of testing in proportion to population&very high rate of mortality of 13.2% by far highest of any state”. (1/2)
— ANI (@ANI) May 6, 2020