রাতের অন্ধকারে ছেঁড়া হল মন্ত্রী শান্তনু ঠাকুরের ফ্লেক্স, আন্দোলনে মতুয়ারা

রাতের অন্ধকারে ছেঁড়া হল মন্ত্রী শান্তনু ঠাকুরের ফ্লেক্স, আন্দোলনে মতুয়ারা

9824a3c03b724f35d37b7c13eb7e0a8c

 
অশোকনগর: বিজেপির দলীয় কার্যালয়ের সামনে মতুয়াদের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ফ্লেক্স রাতের অন্ধকারে ব্লেড দিয়ে কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি অশোকনগর থানার ২০ নম্বর ওয়ার্ডের এজি কলোনী এলাকায়। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা৷ বিজেপির তরফে অভিযোগ তির আনা হয়েছে শাসকদল তৃণমূলের দিকে৷

মতুয়া সম্প্রদায়ের অশোকনগর বিধানসভা কেন্দ্রের সভাপতি বিষ্ণুপদ গোসাই বলেন, শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়ার পর একশ্রেণির মানুষ এটাকে মেনে নিতে পারছে না৷ তাই মতুয়া ধর্মকে ছোট করার জন্যই এই ধরনের কাজ করছেন৷ তাই মতুয়া ধর্মকে অন্য বাকি ধর্মের মতই সমান মর্যাদা দিতে হবে। পাশাপাশি দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে হবে৷ নতুবা মতুয়ারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন তিনি৷  যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করে বলা হয়েছে, আমরা এই ধরনের নোংরা রাজনীতি করি না৷ এই রাজনীতি বিজেপি করে, তাই তাদের দলীয় বিবাদের কারনে এই ঘটনা হতে পারে।

বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি৷ এদিন সকালে বাসিন্দারা দেখেন, বিজেপির দলীয় কার্যালয়ের সামনে শান্তনু ঠাকুরের ফ্লেক্স রাতের অন্ধকারে কেউ বা কারা ব্লেড দিয়ে কেটে ফেলেছে৷ মতুয়া সমাজকে অসম্মান করার জন্যই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তাঁরা৷ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের বিষয়ে আশ্বাস দিয়েছে পুলিশ৷ তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *