কাঁথি: ‘জনবিরোধী’ বিজেপিকে দেশ ছাড়া করার জন্য ৯ অগাস্ট দিনটিকেই বেছি নিল তৃণমূল৷ এদিন ভারত ছাড়ো আন্দোলনের শহিদদের সম্মান জানাতে গিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী তথা কাঁথির দাপুটে তৃণমূল নেতা অখিল গিরি বলেন, ‘‘সময় এসেছে এবার বিজেপিকে দেশ ছাড়া করার৷ দেশ বাঁচানোর স্বার্থেই ওদের দেশ ছাড়া করতে হবে৷’’
তিনি কেন একথা বলছেন, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন, ‘‘দেশটাকে বিক্রি করে দিচ্ছে মোদী-শাহের সরকার৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে মানুষের প্রাণ ওষ্ঠাগত৷ অথচ প্রতি মুহূর্তে গদি থেকে মিথ্যাচার করে চলেছে মোদী-শাহের সরকার৷ তাই এদের দেশছাড়া করতে আণরা ৯ অগাস্টকেই বেছে নিলাম৷ কারণ দেশকে স্বাধীনতা দিতে আজকের দিনে ব্রিটিশদের ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন শহিদেরা৷ এবার বিজেপিকে ভারত ছাড়া করতে আমরাও সেই ৯ অগাস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ঐতিহাসিক দিনটিকেই বেছে নিলাম।
ভারত ছাড়ো আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানাতে এদিন কাঁথি শহরের চৌরঙ্গী মোড়ে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। সেখান থেকেই বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দেন তিনি৷ একই সঙ্গে নাম না করে শুভেন্দুকেও আক্রমণ শানিয়েছেন তিনি৷ বলেছেন, ‘‘আমাদের জেলাতেও বিশ্বাস ঘাতক, বেইমান রয়েছে৷ তাই আমরা এখান থেকেই বিজেপিকে দেশ ছাড়া করার আন্দোলন শুরু করলাম৷’’
দাবি করেছেন, ‘‘বাংলায় বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে৷ তাই সংবাদ মাধ্যমের সামনে মিথ্যা অভিযোগ তুলছেন বিজেপির নেতারা৷ ওরা অভিযোগ করছেন ওদের নাকি একাধিক কর্মী বাড়ি ছাড়া রয়েছে। কোন পরিবার বা কোন ব্যক্তি বাড়ি ছাড়া রয়েছে সেটা বলতে পারছেন না। আসলে জনভিত্তি নেই, তাই উলটো পালটা বকছে৷’’