লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল! বর্ধিত বিল নিয়ে বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল! বর্ধিত বিল নিয়ে বড় ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

92e0024e5ec6f65f4f7d41ce94704baa

কলকাতা: দীর্ঘ লকডাউনের জের জেরবার সাধারণ জনতা৷ কমেছে উপার্জন৷ ঠিক তখনই রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের হাতে ধরা হচ্ছে মোটা বিদ্যুতের বিল৷ করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে বিদ্যুতের বিল দেখে মাথায় হাত মধ্যবিত্ত জনতার৷ এই নিয়ে গোটা বাংলা জুড়ে ছড়িয়েছে অসন্তোষ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড়সড় আশ্বাস দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ বিদ্যুতের বিল না দিতে পারলে লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী৷

লকডাউনের মধ্যে কীভাবে হিসাব হচ্ছে বিদ্যুত বিল? এপ্রিল মাসের বিল বেশি আসার অভিযোগ তুলছেন বহু বিদ্যুৎ গ্রাহক৷ আদৌ কি বেশি টাকা নেওয়া হচ্ছে? বেশি টাকা নেওয়া হলে পরে কি মিলবে ছাড়? টাকা না দিতে পারলে কী হবে? জবাব দিয়েছেন বিদ্যুতমন্ত্রী৷ সংবাদমাধ্যমে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এরকম ঘটনা ঘটেছে সত্যি৷ এই অভিযোগের ভিত্তিতে আমি পরিষ্কার করে বলছি, বিদুতের বিল যদি বেশি নেওয়া হয়, তাহলে পরের মাসে ছাড় দেওয়া হবে৷ আমরা একটি টাকাও বেশি নেব না৷ যদি বেশি টাকা দিতে হয় তাহলে পরবর্তী বিলের ক্ষেত্রে তা এডজাস্ট হয়ে যাবে৷ পরিস্থিতি একটু ভালো হলে আমরা মিটার রিডিং এর কাজ শুরু করব৷’’

তথ্য বলছে, বিদ্যুৎ ব্যবহারের খরচ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ট্যারিফের অনুসারে, ২০ জুন ২০১৯ সালের বিদ্যুৎ ব্যবহারের খরচ, সিইএসসির ক্ষেত্রে ইউনিট প্রতি ৭ টাকায় ৩০ পয়সা৷ ডব্লিউবিএসইডিসিএল ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৭ টাকা ১২ পয়সা৷ বিদ্যুৎ বণ্টন নিগমের ট্যারিফ লিস্ট অনুসারে প্রথম ১০২ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য খরচ হয় ইউনিট প্রতি ৫ টাকা ৩০ পয়সা৷ ৭৫ ইউনিট বিদ্যুতের দাম হয় ৩৭৯.৫ টাকা৷ পুরো ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে সরকার পুরোটাই ভর্তুকি দিয়ে থাকে৷ মাসে ভর্তুকির পরিমাণ ১৩২ টাকা৷ কিন্তু সেই হিসাব ধরলেও মিটার রিডিং ছাড়াই যে পরিমাণ বিদ্যুতের বিল পাঠানো হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

বিদ্যুৎ বন্টন সংস্থার দাবি, গত বছর এপ্রিল মাসের বিদ্যুতের দাম অনুযায়ী এখন বিদ্যুতের বিল পাঠানো হচ্ছে৷ কিন্তু, করোনা পরিস্থিতিতে অনেকেই খরচ কমাতে বিদ্যুৎ ব্যবহার কম করেছেন৷ করোনার মধ্যে মোটা বিদ্যুতের বিল দেখে অনেকেই স্তম্ভিত৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিদ্যুতের বিল বেশি নেওয়া হলে পরবর্তী মাসে তা অ্যাডজাস্ট করে নেওয়া হবে৷ একটি টাকাও বেশি বিদ্যুতের বিল নেওয়া হবে না৷ বিল না দিতে পারলে কাটা হবে সংযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *