কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে দৈনিক বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ দিনে দিনে বেপরোয়া হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের ভাষা-শব্দের ব্যবহার৷ ভোটের আগে রাজনীতির ময়দানে এবার ভাষা-যুদ্ধে নেমে পড়লেন তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট নেতা৷ একজন প্রকাশ্যে দিচ্ছেন নির্বাচনে হারিয়ে দেওয়ার হুমকি, অন্যজন দিচ্ছেন জেলে পাঠানোর হুঁশিয়ারি৷ বাংলার ক্ষমতা দখলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভাষা-যুদ্ধে নতুন করে তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতি৷
সোমবার বারাসতে আইনজীবীদের সঙ্গে চায়ে পেয়ে চর্চায় যোগদেন দিলীপ ঘোষ খোলা চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দেন, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে কেন্দ্রে দাঁড়াবেন, সেখানেই তাঁকে হারানো হবে৷ দিলীপের এই মন্তব্যের কয়েক ঘণ্টার ব্যবধানে মাঠে নেমে পড়েন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতাদেরও সরাসরি জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয়৷
রবিবার সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ সোমবার সেখানে যান রাজ্যের খাদ্যমন্ত্রী৷ গৃহহীন পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন মন্ত্রী৷ ৩৭টি পরিবারের হাতে ৩৫ হাজার টাকার চেক বিলি করেন৷ অনুষ্ঠান শেষে বিজেপি নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান জ্যোতিপ্রিয়৷ বিজেপির নেতাদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে জ্যোতিপ্রিয়র দাবি, বিজেপি নেতাদের কেচ্ছা-কেলেঙ্কারি মুখে আনতেও লজ্জা করে৷ বিজেপি দলটাই নোংরা৷ চিটিংবাজ টাইপের৷ ২০২১ সালের মে মাসের পর ওরা জেলে যাবে৷ সরাসরি দিলীপকে ব্যক্তিগত আক্রামণ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘‘দিলীপের কথায় কান দেবেন না৷ শিক্ষাগত যোগ্যতা টু পাস৷ দিলীপ কিছুই জানে না৷’’ জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ, ‘‘৯ হাজার বুথে ১ হাজার এজেন্ট দিয়ে দেখাক৷’’ বিধানসভা নির্বাচনে অশান্তির পূর্বাভাস দিয়ে জ্যোতিপ্রিয়র দাবি, ‘‘ভোটে গোলমাল পাকানোর জন্য কাস্টমসের সাহায্যে বাংলাদেশ থেকে অস্ত্র ঢোকাচ্ছে বিজেপি৷’’
আজ সকালে বারাসতে চিকিৎসক সংগঠন ও আইনজীবীদের সঙ্গে চায়ে পেয়ে চর্চায় যোগদেন দিলীপ ঘোষ৷ সেখানে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা বাংলাকে গুজরাট বানব, যাতে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে আর যেন গুজরাটে না ছুটতে হয়৷ দিদির পাপের বোঝা বাংলাকে বইতে হচ্ছে৷ রাজ্যের কোন পরিবর্তন হয়নি৷ শুধুমাত্র দিদির ভাই আর ভাইপোর হয়েছে৷’’ একই সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দিলীপ ঘোষের খোলা চ্যালেঞ্জ দিয়ে জানান, উনি ঠিক করুন, কোন সিটে দাঁড়িয়ে হারবেন৷