সেতু তৈরি হয়ে গেছে ২০১০ সালে। কিন্তু কাঁসাই নদীর দু’পাড়ে অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হয়নি। ফলে সেতু হলেও স্থানীয় মানুষের কোনও কাজে আসেনি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে। গ্রামের নাম লোয়াদা। শনিবার সেতুতে ওঠার রাস্তার উদ্বোধন করতে আসেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। অভিযোগ মন্ত্রীর সামনে অপমানিত হয়ে বিক্ষোভরত গ্রামবাসীদের মারতে তেড়ে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা। ঘটনাস্থলে উত্তেজনা বাড়ে। শেষমেশ গ্রামের মানুষ একজোট হয়ে ধিক্কার জানান এবং প্রতিবাদ মিছিল করেন।
উদ্বোধনে গিয়ে স্থানীয়দের রোষের মুখে মন্ত্রী
সেতু তৈরি হয়ে গেছে ২০১০ সালে। কিন্তু কাঁসাই নদীর দু’পাড়ে অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হয়নি। ফলে সেতু হলেও স্থানীয় মানুষের কোনও কাজে আসেনি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে। গ্রামের নাম লোয়াদা। শনিবার সেতুতে ওঠার রাস্তার উদ্বোধন করতে আসেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। অভিযোগ মন্ত্রীর সামনে