শীতের পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত

শীতের পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত

কলকাতা: শীতের লম্বা ইনিংসের পথে আপাতত ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা৷ গত দু’দিনের চেয়ে অনেকটাই কমে গিয়েছে শীতের কনকনানি ভাব৷ কমেছে উত্তুরে হাওয়ার দাপট৷ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রি পার হয়েছে৷ আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷  

আরও পড়ুন- ‘ আমার সঙ্গে অত রাজনীতি উচিত নয়’, মোদীর ডাকা ভার্চুয়াল বৈঠকে থাকবেন না মমতা

বঙ্গে শীত জাঁকিয়ে বসার পরেও সেভাবে জমল না ইনিংস৷ এর জন্য দায়ী উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা৷ যা শৈত্য প্রবাহের পথে বাধা সৃষ্টি করেছে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে৷ হাওয়া অফিস বসছে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা সরে উত্তুরে হাওয়া বইতে শুরু করলেই ফের জাঁকিয়ে বসবে শীত৷  

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে৷ সকালের দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

হাওয়া অফিস জানাচ্ছে,  শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে, যার কারণে তাপমাত্রার বৃদ্ধি ঘটছে। শীতের কনকনে ভাব কমে গিয়েছে৷ বড় দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =