কলকাতা: ‘যশে’র ল্যান্ডফল হওয়ার আগেই হালিশহরের ওপর দিয়ে বয়ে গেল ঝড়। আজ দুপুর ৩টে ৪৫ নাগাদ হালিশহরের ঝিলপাড়া এলাকায় কয়েক সেকেন্ডের এই ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অন্তত ২০-৪০টি বাড়ি৷ শক্তিশালী ঘূর্ণিঝড় যশ হামা দেওয়ার আগেই টর্নেডো আকৃতির ঝড় হালিশহ ও ব্যান্ডেলের একাংশ তাণ্ডব চালায়৷ ঝড় নিয়ে নবান্ন থেকে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিয়েছেন পাশে থাকার বার্তা৷
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ঝড়ের বেশ কিছু ভিডিও৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, কালো মেঘলা আকাশে কুন্ডলী পাকিয়ে এগিয়ে আসছে ঘূর্ণি ঝড়। আর ঝড়ের দাপটেই নিমেষে ভেঙে যায় বেশ কিছু ঘর। ঝড়ের এই ভয়াবহ রূপ দেখে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে ব্যান্ডেল এবং হালিশহর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গৃহহীন ওই বাসিন্দাদের নিকটবর্তী একটি স্কুলের আস্তানায় সরানো হয়েছে। এমনকি বেশ কয়েকজন আহত হয়েছেন তাদেরও চিকিৎসা করা হচ্ছে। তবে পুরো বিষয়টিকেই নজরে রাখছে পুলিশ মহল। আর এই অবস্থায় প্রত্যেককে বাড়িতে নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে। টর্নেডো আকৃতির ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারদের প্রত্যেককেই সাহায্য করা হবে, নবান্ন থেকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
অন্যদিকে, বেশ কিছু জায়গায় জলস্তর বেড়ে যাওয়ায় জল ঢুকেছে গ্রামে৷ গোসাবার একাধিক এলাকায়ও বাঁধে মিলেছে ফাটল। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। আজই অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হবে যশ৷ আগামীকাল ভোরে তা আছড়ে পড়বে বালাসোরের কাছাকাছি এলাকায়৷ আজ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়৷ এছাড়াও পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং ও কালিম্পংয়ে হতে পারে ভারী বর্ষণ৷