Aajbikel

ফের খনিজ তেল-গ্যাসের সন্ধান মিলল বাংলায়! ওএনজিসিকে খননের ছাড়পত্র দিল রাজ্য!

 | 
তেল

কলকাতা: রাজ্যের জন্য এ যেন এক ইতিবাচক খবর। বাংলার ৫ জেলায় মাটির নিচে সন্ধান মিললো ব্যাপক খনিজ তেল এবং গ্যাসের। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের শুরু হয়ে গিয়েছে খনিজ তেল উৎপাদনের কাজ।

জানা গিয়েছে বিভিন্ন জেলাতে মজুত খনিজ সামগ্রীর সন্ধান চালাতে গিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলেন ONGC-র গবেষকরা। ONGC সূত্রে জানা গিয়েছে, রাজ্য পাঁচটি জেলায় খনিজ তেল ভাণ্ডার থাকার ব্যাপারে নিশ্চিত এই কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় এই সংস্থা সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ১৩টি, দক্ষিণ ২৪ পরগনার তিনটি, নদীয়ার একটি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাঁচটি জায়গায় খননের সিদ্ধান্ত হয়েছে। 

আর খনন কার্যের জন্য ইতিমধ্যে জমি চিহ্নিতকরণের কাজও সম্পূর্ণ করে ফেলেছে ONGC... যেখানে খনন প্রক্রিয়া চালাতে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। আর চিহ্নিত করা জায়গা গুলিতে খনন প্রক্রিয়া চালানোর জন্য ৫ একর করে জমি নেওয়া হবে। এরপর সেই জায়গাগুলিতে বিশেষজ্ঞরা ৫ থেকে ৬ হাজার ফুট নিচে তেল ও গ্যাসের অবস্থান সম্পর্কে যাচাই করবে। এই যাচাই প্রক্রিয়াকরণ শেষ হলেই খাতায়-কলমে শুরু হয়ে যাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন।

তবে কতটা পরিমাণ তেল ও গ্যাস রয়েছে, তা এই খনন প্রক্রিয়া শেষ হলে তবেই বোঝা যাবে। এসব জায়গায় বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলন শুরু করতে কতদিন সময় লাগবে, তারও একটি ধারণা পাওয়া যাবে ‘ড্রিল সাইট’ থেকে।

এখানে জানিয়ে রাখি সর্বপ্রথম ২০২০ সালে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা হয়। সেই বছরের ডিসেম্বর মাসে অশোকনগরের বাইগাছিতে কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা করেন। তারপর ওএনজিসি বাংলাজুড়ে বিপুল উদ্যমে খোঁজ শুরু করে। উত্তর ২৪ পরগনায় বাইগাছিকে কেন্দ্র করে একাধিক জায়গায় তেলের হদিশ পাওয়া যায়। এর মধ্যে খনন কাজ শুরু হয় ভুরকুণ্ডা, দিগড়া মালিকবেড়িয়া ও বনগাঁর আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায়। ইতিমধ্যেই জমি লিজে নিয়ে খননের কাজ শুরু হয়েছে, যা প্রায় এখন শেষের মুখে। বর্তমানে পুনরায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার পর দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের কিসমত খাটিয়াল ও পদ্মাতামালিতে খননকার্য শুরু হয়েছে।

ONGC-র দাবি খনিজ তেল এবং গ্যাস উৎপাদন বাংলার জন্য নিঃসন্দেহে বিরাট খুশির খবর। এই খনি থেকে তেল উত্তোলন চালু হলে অর্থনৈতিক ভাবেও রাজ্যের উন্নতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস নয় কোলবেড মিথেনেরও খোঁজ পাওয়া গিয়েছে আসানসোল দুর্গাপুরে। সুতরাং বলা যায় রাজ্য এখন লক্ষ্মী লাভে আশার আলো দেখছে।

Around The Web

Trending News

You May like