Mimi Chakraborty: বুথে মানবিক মিমি, কী করলেন অভিনেত্রী?

কলকাতা: ভোট দিয়েই বেরিয়ে এলেননা মিমি চক্রবর্তী। বুথেই বিদায়ী সাংসদের মানবিক রুপ। শনিবার মিমি চক্রবর্তীকেও তাঁর বুথে দেখা গিয়েছে সকালেই। মিমি ভোট দিতে কসবার সারদা…

কলকাতা: ভোট দিয়েই বেরিয়ে এলেননা মিমি চক্রবর্তী। বুথেই বিদায়ী সাংসদের মানবিক রুপ।

শনিবার মিমি চক্রবর্তীকেও তাঁর বুথে দেখা গিয়েছে সকালেই। মিমি ভোট দিতে কসবার সারদা অ্যাকাডেমিতে যান৷ সেখানে লম্বা লাইন। লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা তাঁর পক্ষে কষ্টের। তাঁকে দেখেই বিদায়ী সাংসদ বুঝেছিলেন। সঙ্গে সঙ্গে কর্তব্যরত ইন্সপেক্টরকে ডাকেন।

অনুরোধ জানিয়ে বলেন,

‘‘স্যর, একটু এদিকে আসুন। এখানে এক জন বয়স্ক মানুষ দাঁড়িয়ে। ওঁকে সামনে নিয়ে যান।’’

শুধু বলেই দায় সারেননি। নিজে তাঁকে জড়িয়ে ধরে এগিয়ে দেন কিছুটা। বৃদ্ধার ভাইঝিকে মিমি তাঁর কাকার সঙ্গে থাকার অনুরোধ জানান।

অভিনেত্রীর হস্তক্ষেপ

অভিনেত্রীর হস্তক্ষেপে এদিন বৃদ্ধকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হয়নি। তিনি সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান। মিমির এই ভিডিও ভাইরাল। প্রশংসার জোয়ার সোশ্যাল মিডিয়ায়।

 

Bengal: Actress Mimi Chakraborty shows her humane side by helping an elderly voter at the polling booth. Her compassionate act went viral, earning praise on social media. Learn more about this heartwarming incident.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *