মুরারই: একুশের নির্বাচনে বাংলায় লড়বে মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন৷ মিমকে বারংবার বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল৷ একই সুর শোনা গেছে অনুব্রত মণ্ডলের গলাতেও৷ বুধবার বীরভূমের মুরারইতে সভা করতে এসে ফের মিম প্রধান ওয়েইসিকে একহাত নিলেন অনুব্রত মণ্ডল৷ প্রকাশ্যে জনসভা থেকে ওয়েইসিকে বিজেপির দালাল বলে মন্তব্য করেন অনুব্রত৷ বলেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য আল্লাহ ক্ষমা করবে না ওয়েইসিকে৷
অনুব্রতর হুঁশিয়ারি, বাংলায় দাঁত ফোটাতে পারবে না মিম, কারণ বাংলার মুসলমানেরা হিন্দিভাষী নয়৷ এরা বাঙালী মুসলমান৷ একইসঙ্গে বিজেপিকে একহাত নেন বীরভূমের তৃণমূল সভাপতি৷ বলেন, ২০১৪ সাল থেকে ক্ষমতার আসার পর মানুষের জন্য কোনও কাজ করেনি বিজেপি সরকার৷ কাজ করেনি কৃষকদের জন্যও৷ একইসঙ্গে এদিন উন্নয়নের বার্তা দিতে গিয়ে অনুব্রত বলেন, টাকা দিয়ে চাকরি হয় না৷ জনতাকে অনুব্রত সতর্ক করে বলেন চাকরি দেওয়ার নাম করে যদি কেউ টাকা চায় তাহলে পুলিশে ফোন করুন৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান দিতে শোনা যায় অনুব্রতকে৷ মিমকে নিয়ে প্রকাশ্যে আমল দিতে নারাজ রাজ্যের শাসকদল৷ আগেও তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, ‘ওয়সি উর্দুভাষী, হায়দরাবাদে থাকেন। বিহারের সীমান্তে কিছু উর্দুভাষী লোকজন রয়েছেন বলে সেখানকার নির্বাচনে মিমের প্রভাব পড়েছিল। ওরা বিজেপি–র সহায়ক। ওয়েসিকে নিয়ে তাদের কোনও মাথাব্যাথা নেই। বুধবার মিমকে বিজেপির দালাল বলে তোপ দাগলেন অনুব্রত৷