বগটুই: তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনার কথা কে ভুলতে পেরেছেন? ওই ঘটনায় বাকি অনেকের মতো মৃত্যু হয়েছিল মিহিলাল শেখের পরিবারের সদস্যদের। সেই মিহিলালের পরিবারের অন্য তিন সদস্য এবার লড়বেন পঞ্চায়েত নির্বাচনে। বিজেপির টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা বলে জানা গিয়েছে। সোমবার সকালে মনোনয়নও জমা দিতে যান মিহিলালের ভাইপো এবং তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে ছিলেন মিহিলালও, যিনি এক সময়ে তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন।
জানা গিয়েছে, মিহিলালের পরিবারের এক মহিলা সদস্য-সহ তিন জন বিজেপির হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়বে বলেই ঠিক করেছে। সেই প্রেক্ষিতেই আজ তারা বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমা দেন। তাদের কথায়, শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েই তাদের বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন সকলে। একই সঙ্গে প্রত্যেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন। বলেন, তাঁরই আদর্শে বিজেপির হয়ে ভোটে লড়ার এই সিদ্ধান্ত। রাজ্যকে তারা দুর্নীতি মুক্ত দেখতে চান। তবে অনেক আগেই মিহিলাল এবং তার পরিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিল। মূলত তৃণমূল নেতা আনারুল হোসেন গ্রেফতার হওয়ার পর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বিরোধীদের মনোনয়ন আটকাতে কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে বিডিও অফিস পাহারা! Domkal in Murshidabad” width=”853″>
বর্তমানে মিহিলাল বগটুই ঘটনার জন্য সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, আশিসের নির্দেশ মতো আনারুল হোসেন ওই কাণ্ড ঘটিয়েছিলেন। এখন যারা গ্রেফতার হয়েছে তারা জেলে ফুর্তি করছে, কোনও শাস্তি হয়নি কারোর।