কলকাতা: স্বাস্থ্য দফতরের সামনে ‘করোনা যোদ্ধা’ পরিযায়ী শ্রমিকদের জোর বিক্ষোভ। কোভিড হাসপাতালেগুলিতে তাদের স্থায়ীভাবে নিয়োগ করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের পাশাপাশি স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেন পরিযায়ী শ্রমিকরা৷
করোনা মহামারীর প্রথমদিকে লকডাউন ঘোষণা করা হলে রাজ্যে ফিরে আসেন ভিনরাজ্যে কাজ করতে যাওয়া হাজারও পরিযায়ী শ্রমিক। কিন্তু ফেরার পথেই করোনা আক্রান্ত হয়ে পড়েন তাঁদের অনেকেই। তবে প্রায় বেশিরভাগই করোনাকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে আসেন। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর তাঁদের কোভিড যোদ্ধা আখ্যা দিয়ে সরকারি করোনা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সহায়ক পদে চাকরি দেয়। মোট ৬৮১ জন পরিযায়ী শ্রমিককে মাসিক ১৫,০০০ টাকা বেতন দিয়ে নিয়োগ করা হয়। কিন্তু সম্প্রতি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, রাজ্যে কোভিড সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। তাই তাদের আর কাজে রাখা হবে না। আগামী মার্চ মাসের পর আর তাদের প্রয়োজন নেই। স্বাস্থ্য দফতরের এই নির্দেশে হতবাক কোভিড যোদ্ধা পরিযায়ী শ্রমিকরা। তাদের চাকরি স্থায়ী করার দাবিতে সোমবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে জড়ো হয়েছেন।