কলকাতা: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। তাঁদের ঘরে ফেরানোর প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার তাঁদের রাজ্যে ফেরানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি এসইউসিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির। পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে পরামর্শ দেওয়া ছাড়াও বাসভাড়া সংক্রান্ত দাবির কথা জানাল সংগঠন।
এসইউসিআই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে একগুচ্ছ দাবির কথা জানিয়েছেন। তার মধ্যে লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে থাকা রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিক, ছাত্র বা চিকিৎসার প্রয়োজনে যাওয়া রাজ্যবাসী ও অন্যান্যদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে সরকারি খরচে যথেষ্ট সংখ্যক ট্রেন ও বাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠন। লকডাউন চলাকালীন ও ওঠার পরে অন্তত তিনমাস পরিযায়ী শ্রমিকদের মাথাপিছু মাসিক তিনহাজার টাকা করে আর্থিক সাহা্য্যের দাবি জানিয়েছে তারা।
শ্রমিক স্পেশাল ট্রেনে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে ঘরে ফেরা প্রতিটি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে এসইউসিআই-এর তরফে। এই প্রসঙ্গে বাসের ভাড়া যাতে না বাড়ে, সেই দায়িত্বও সরকারকে নিতে হবে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছে তারা।
চিঠিতে তারা জানিয়েছে, 'লকডাউন শুরু হওয়ার পর থেকে পরিযায়ী শ্রমিকরা প্রায় তিনমাস বেতন পাননি। পরিবারগুলিতে যে টাকা তাঁদের পাঠানোর কথা, না পাঠাতে পারার ফলে পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। অন্যদিকে তাঁরা যে রাজ্যগুলিতে আছেন, সেই সমস্ত রাজ্য সরকারের নানা প্রতিশ্রুতি সত্ত্বেও, তাঁদের খাদ্য বা বাসস্থানের ভীষণ অব্যবস্থা। চিকিৎসার কোন ব্যবস্থাই নেই। উপরন্তু ফেরানোর ট্রেনগুলিতে টিকিটের দাম ধার্য করায় তিন মাস বেতনহীন এই শ্রমিকদের পক্ষে তা দেওয়া অসম্ভব। এ কথা কাউকে বলার অপেক্ষা রাখে না। তারা অনেকেই পায়ে হেঁটে ফিরছেন। ফিরতে গিয়ে মহারাষ্ট্র-ছত্তিশগড়ের শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সমগ্র দেশের মানুষের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে। এখনও প্রতিদিন হয় দুর্ঘটনা, অথবা অনাহারে ক্লান্তিতে মৃত্যুর খবর আসছে। তা সত্বেও সরকার যথাযথ ও পর্যাপ্ত উদ্যোগ এখনও নেয়নি।'