করোনায় থাবা মালদায়! ভিন রাজ্য থেকে আসা শ্রমিকের শরীরে করোনা!

করোনায় থাবা মালদায়! ভিন রাজ্য থেকে আসা শ্রমিকের শরীরে করোনা!

ইংরেজবাজার: বাংলায় নতুন করে একটি রাজ্যে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল৷ ভিনরাজ্য থেকে মালদায় আসা এক শ্রমিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ ওই শ্রমিক যদিও মালদাতে ঢোকার পর থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা গিয়েছে৷

মালদায় করোনায় আক্রান্ত ব্যক্তি মানিকচক থানার চৌকিমিরদাপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে৷ গত সপ্তাহ থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে৷ তবে প্রথম মালদা থেকে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল৷ ৪৭ বছরের ওই ব্যক্তির করোনা পজেটিভ আসার পরেই তাঁকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে আইসোলেশনে স্থানান্তরিত করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির চিকিৎসক চ্যাংয়ের হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ করোনা আক্রান্ত মালদার ওই ব্যক্তিকে সেখানে স্থানান্তরিত করা  হয়েছে বলে জানা গিয়েছে৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রথমে ভিনরাজ্য থেকে কলকাতায় আসেন৷ এরপর একটি গাড়িতে তিনি কলকাতা থেকে মালদা আসেন৷ সেই গাড়িতে করোনা আক্রান্ত ওই ব্যক্তি ছাড়াও আরও সাত জন ছিলেন৷ তাঁদের মধ্যে তিন জন কলকাতা পুলিশে কর্মরত বলে জানা গিয়েছে৷ ওই গাড়িতে থাকা সকলের সন্ধান করা হচ্ছে বলে মালদার জেলা স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে৷ ওই ব্যক্তির পরিবারের সমস্ত সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ -প্রতীকী ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =