মাঝেরহাট ব্রিজ বিপর্যয়: চূড়ান্ত ভোগান্তির রেল যাত্রা

কলকাতা: ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের বাকি অংশ ভাঙার কাজের জন্য পূর্ব ঘোষণা মতো বজবজ লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ শুরু হল৷ পূর্ব রেল সূত্রের খবর, বালিগঞ্জ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে এক থেকে তিন নম্বর লাইনের উপরে থাকা ব্রিজের অংশ ভাঙার কাজ হচ্ছে৷ তার জন্য ৩৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক শুরু হওয়ার কথা ছিল রবিবার বিকেল ৫টা

61f03aa0312aaac504f3f81898edea99

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়: চূড়ান্ত ভোগান্তির রেল যাত্রা

কলকাতা: ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজের বাকি অংশ ভাঙার কাজের জন্য পূর্ব ঘোষণা মতো বজবজ লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ শুরু হল৷ পূর্ব রেল সূত্রের খবর, বালিগঞ্জ-বজবজ শাখার মাঝেরহাট স্টেশনে এক থেকে তিন নম্বর লাইনের উপরে থাকা ব্রিজের অংশ ভাঙার কাজ হচ্ছে৷ তার জন্য ৩৬ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক শুরু হওয়ার কথা ছিল রবিবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে৷ এদিন তা শুরু হয় বিকেল ৫টা ১৭ মিনিটে৷  ব্লক চলবে মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিট পর্যন্ত৷ এই কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে আজ, সোমবার যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন৷

পূর্ব রেল আগেই জানিয়েছিল, এই কাজের জন্য রবিবার তিনটি আপ এবং দু’টি ডাউন লাইনের লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে৷ এছাড়া, এদিন কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ কমিয়ে নিউ আলিপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়৷ সেখান থেকেই ছাড়ে শিয়ালদহগামী ট্রেনগুলি৷ ট্রেন চলাচল নিয়ন্ত্রণে এদিনই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের৷

সোমবার এই শাখায় ১০ জোড়া ট্রেন বাতিল রয়েছে৷ ১৯টি ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে এবং সেখান থেকেই ফিরতি ট্রেনগুলি ছাড়বে৷ ফলে আজ ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ মঙ্গলবারও এক জোড়া ট্রেন বাতিল থাকছে৷ এই জোনের এক কর্তা বলেন, ব্রিজ ভাঙার জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা খুবই জরুরি ছিল৷ যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাত্রীদের সুবিধার জন্য ব্রেস ব্রিজ এবং বজবজের মধ্যে কিছু বিশেষ ট্রেন চালানো হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *