মধ্যবিত্তের লাগামছাড়া মদ্যপান! দেখিয়ে দিল কি যাদবপুর?

মধ্যবিত্তের লাগামছাড়া মদ্যপান! দেখিয়ে দিল কি যাদবপুর?

নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণের রাতে যাদবপুরের বহুতল থেকে পড়ে গিয়ে বধূর রহ্স্যজনক মৃ্ত্যুকে ঘিরে উঠে আসছে একটাই প্রশ্ন, বর্ষবরণের নামে মধ্যবিত্তের মদ্যপান কতটা লাগামছাড়া হতে পারে!

বর্ষবরণের রাতে পাঁচতলার ছাদে চলছিল পার্টি। দেদারসে খানাপিনা আর মদ্যপান। আর সেই মদ্যপানের জেরে একটা আস্ত মানুষ ছাদ থেকে পড়ে গেলেও তা খেয়াল করল না কেউই! যদিও ওই বধূ পড়ে গেলেন, নাকি তাঁকে কেউ ঠেলে ফেলে দিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

কিন্তু প্রশ্নটাই একাটাই, সবাই কতটা বেহুঁশ হয়ে গেলে, একজন প্রতিবেশীর ছাদ থেকে পড়ে যাওয়াটুকু টের পাওয়া যায় না?
জানা গিয়েছে, মৃতের নাম সুইটি সূত্রধর। ফ্ল্যাটের অনেকে মিলে বর্ষবরণের রাতে হুল্লোড়ে মেতেছিলেন।  এমতাবস্থায় মনে করা হচ্ছে, এতই মদ খেয়েছিলেন সুইটি যে অসাবধনতার কারণে ছাদের পাঁচিলের কাছাকাছি চলে আসেন তিনি। আবার একইসঙ্গে এমনটাও মনে করা হচ্ছে, মদের নেশায় সবাই যখন অপ্রকৃতিস্থ হয়ে গিয়েছিল, তখন কেউ তাঁকে ঠেলে ছাদ থেকে ফেলে দিয়েছিলেন। বলতে গেলে, সব সম্ভাবনাকেই খতিয়ে দেখছেন যাদবপুর থানার তদন্তকারী অফিসাররা। তবে ইতিমধ্যেই মহিলার স্বামীর বয়ানে অসঙ্গতি দেখা দিয়েছে। তারাপীঠে তাঁর একটি হোটেল রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশকে তিনি জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি ছাদে ছিলেন না। তবে তদন্তে যা-ই উঠে আসুক না কেন, মধ্যবিত্ত পরিবারে স্বামী-স্ত্রীর সমবেত মদ্যপানের যে রেওয়াজ শুরু হয়েছে এখন তা কতটা সর্বনাশা হতে পারে, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 19 =