৫০ মাইক্রোনের প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

কলকাতা: এবার ৫০ মাইক্রোনের কম পুরু প্লাস্টিক ব্যাগ ব্যবহার রুখতে তৎপর হল কলকাতা পুরসভা৷ পুরসভার অধীনে সমস্ত বাজারে ৫০ মাইক্রোনের কম পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে৷ পুর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পুরো নিগমের অধীনে ৪৭টি বাজারে এই বিষয়ে নজরদারি চালাতে৷ এর ২০টির বেশি বাজার জামা কাপড় বিক্রির জন্য প্রসিদ্ধ৷

3 stocks recomended

কলকাতা: এবার ৫০ মাইক্রোনের কম পুরু প্লাস্টিক ব্যাগ ব্যবহার রুখতে তৎপর হল কলকাতা পুরসভা৷ পুরসভার অধীনে সমস্ত বাজারে ৫০ মাইক্রোনের কম পাতলা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে৷

পুর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, পুরো নিগমের অধীনে ৪৭টি বাজারে এই বিষয়ে নজরদারি চালাতে৷ এর ২০টির বেশি বাজার জামা কাপড় বিক্রির জন্য প্রসিদ্ধ৷ ফলে ওই সমস্ত এলাকায় প্লাস্টিক ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে৷ ফলে সেখানেও যাতে ৫০ মাইক্রোনের কম পুরু প্লাস্টিক ব্যবহার না করা হয় সেই বিষয়ে নজরদারি শুরু হবে বলে জানা গিয়েছে৷

পুরো নিগমের বাজার বিভাগের মেয়র পরিষদ জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই বিক্রেতাদের ৫০ মাইক্রোনের নিচে প্লাষ্টিক ব্যবহার না করার নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি গ্রাহকরা যাতে তাঁদের নিজস্ব ব্যাগ নিয়ে বাজারে আসেন, তার জন্য অনুরোধ করছি৷ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমরা অভিযান শুরু কর৷ প্রাথমিকভাবে আমরা কোনও জরিমানা করব না৷ ব্যানার ও পোস্টারের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়টি ভাবা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =