Lockdown 2.0: বাইক আছে? নয়া গাইড লাইন স্বাষ্ট্রমন্ত্রকের

Lockdown 2.0: বাইক আছে? নয়া গাইড লাইন স্বাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: করোনা রুখতে ইতিমধ্যেই বর্ধিত লকডাউনের সময়সীমা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ আর এই বর্ধিত লকউনের মধ্যে কী কী বিধিনিষেধ মানতে হবে, তা জানিয়ে এবার ১৫ পাতার গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেখানে জরুরি ক্ষেত্রে বাইক ও গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ শিথিল হলেও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা৷

গাইডলাইন প্রকাশ করে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে গাড়ি ও বাইক চলাচল করলেও কোনও ভাবেই বাইকের পেছনে অন্য কাউকে বসিয়ে চলাচল করা যাবে না৷ এমনকী, চার চাকা গাড়ির ক্ষেত্রের চালক ও শুধুমাত্র একজন যাত্রী নিয়ে চলাচল করতে পারবে বলেও জানানো হয়েছে৷ কোন রকম ভাবেই গাড়িতে অতিরিক্ত যাত্রী চাপিয়ে চলাচল করা যাবে না৷ ফলে বাইক চলাচলে ছাড় দেওয়া হলেও কোন রকম ভাবেই অন্য কাউকে পেছনে বসিয়ে সফর করা যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে৷ তবে, শুধুমাত্র জরুরি প্রয়োজনে গাড়ি ও বাইক চলাচলে ছাড় মিললেও থাকছে বিধিনিষেধ৷

দেশজুড়ে বিমান, রেল,  বাস-সহ সমস্ত গণপরিববণ চলাচলে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি থাকে৷ কাজের জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক৷ বন্ধ থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান৷ বন্ধ থাকবে কারখানা৷ হোটেল, রেস্তোরা শপিং মল থেকে শুরু করে সমস্ত বিনোদনমূলক কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে৷ একই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখার গাইডলাইন প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সমস্ত রকম রাজনৈতিক ও সামাজিক জমায়েত বন্ধ থাকবে৷ ধর্মীয় স্থানে প্রার্থনার জন্য কোন রকম ধর্মীয় জমায়েত করা যাবে না৷ বাড়ির বাইরে পা রাখলেই পরতে হবে বাস্ক৷ একইসঙ্গে রাস্তায় বেরিয়ে যত্রতত্র থুতু ফেললে হবে মোটা অঙ্কের জরিমানা৷ কোন রকম রাজনৈতিক জমায়েত করা যাবে না বলেও জানানো হয়েছে৷

সামাজিক দূরত্ব মেনে আগামী ২০ এপ্রিলের পর থেকে কৃষি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে৷ ২০ এপ্রিল পর ওষুধ উত্পাদনের ছাড় মিলবে৷ ছাড় দেওয়া হয়েছে পশুপালন ও কৃষি ক্ষেত্রেরও৷ গ্রামীণ এলাকায় শিল্প ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ ২০ তারিখের পর থেকে নির্মাণকাজে ছাড় দেওয়া হচ্ছে৷ ২০ এপ্রিল পর থেকে ছাড় দেওয়া হয়েছে ইটভাটা৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংক সংশোধনের কাজ শুরু হবে ২০ এপ্রিল থেকে৷ সামাজিক দূরত্ব রেখে ১০০ দিনের কাজ করতে হবে বলেও জানানো হয়েছে৷ আইটি ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও ৫০ শতাংশ কার্মী আনিয়ে কাজ করানোর কথা ঘোষণা করা হয়েছে৷ তবে, করোনা হস্পট এলাকাগুলিতে কোনও ছাড় মিলবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *