শনিবার ৩ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ, রবিবার কী হবে, জানাল কর্তৃপক্ষ

কলকাতা: শনিবার যারা অফিস যাত্রী, যারা মূলত মেট্রো ব্যবহার করেই অফিস যান, তাদের সকালের দিকে যাতায়াতে সমস্যা হতে পারে। কারণ আগামীকাল মোট ৩ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না এই সময়ে। তবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার এই সমস্যা হলেও রবিবার সকাল ৭টা থেকে মিলবে মেট্রো পরিষেবা। দমদম, দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। তবে শনিবার সকাল ১০টার পর কবি সুভাষ স্টেশন পর্যন্তও মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে। শুধু সকালের ওই ৩ ঘণ্টা ১০ মিনিট টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো পরিষেবা চলবে না। কিন্তু কেন এমনটা হবে? সেই বিষয়েও ব্যাখ্যা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
জানান হয়েছে, মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই পাওয়ার ব্লক করা হবে। এই কথাও বলা হয়েছে যে, যাতে যাত্রীদের খুব সমস্যায় পড়তে না হয়, তার জন্য সপ্তাহান্তেই এই কাজ করা হচ্ছে।