কলকাতা: কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলায় নয়া মোড়। আদালত অনুমতি দিলে মেট্রো ডেয়ারির শেয়ার ‘সস্তায়’ বিক্রির অভিযোগের মামলার তদন্ত করতে প্রস্তুত সিবিআই। কলকাতা হাইকোর্টে অবস্থান স্পষ্ট করে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি এই মেট্রো ডেয়ারি মামলার। ১০ ডিসেম্বর মধ্যে সব পক্ষকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
জলের দরে সিঙ্গাপুরের এক সংস্থাকে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির অভিযোগ করা হয়েছিল বলে এই মামলায় উল্লেখ করা হয়েছে। রাজ্যের ৪৭% শতাংশ শেয়ার ঘুরপথে নাম মাত্র দামে বিক্রি করার অভিযোগ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কয়েক শত কোটি টাকার ক্ষতি করে শেয়ার বিক্রির তদন্ত চেয়ে মামলা করেন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী। মেট্রো ডেয়ারির শেয়ার ছিল রাজ্য সরকারের। পরে ৪৭ শতাংশ শেয়ার ‘কেভেন্টার্স’ কিনে নেয়। কিন্তু অভিযোগ ওঠে যে নাম মাত্র দামে সেই শেয়ার তাদের বিক্রি করা হয়েছিল। হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়, যার প্রেক্ষিতে তদন্তে নামে ইডি। এখন সিবিআই এই মামলার তদন্তে প্রস্তুত বলে জানা গেল।
প্রাথমিক তদন্তে উঠে এসেছিল যে, প্রথম দিকে মেট্রো ডেয়ারিতে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারের ৪৭ শতাংশ শেয়ার ছিল, কেভেন্টার্স গ্রুপের কাছে ৫৩ শতাংশ শেয়ার ছিল। পরে ইডি আধিকারিকরা তদন্ত মারফত জানতে পারেন, কেভেন্টার্স নিজেদের পেডা আপ ক্যাপিটাল বাড়িয়ে দেয় এবং ১১০ কোটি টাকার নতুন করে শেয়ার ইস্যু করে। মরিশাসের একটি কোম্পানির ব্যবসা সিঙ্গাপুরে রয়েছে, এবং কেভেন্টার্সের আরো একটি সিস্টার কোম্পানি ৬০ কোটি টাকার ডিবেঞ্চার ইস্যু করেছিল। অর্থাৎ মোট ১৭০ কোটি টাকা সিঙ্গাপুর থেকে কেভেন্টার্সের কাছে পৌঁছে গিয়েছিল। অভিযোগ, এই টাকার মধ্যে ৮৫ কোটি ব্যবহার করেই বাকি ৪৭ শতাংশ শেয়ার কিনে নেয়। ইডি মনে করছে, সিঙ্গাপুর থেকে যে ১৭০ কোটি টাকা কেভেন্টার্সের কাছে এসে ছিল সেটি কোন প্রভাবশালীর টাকা! তার টাকাই ঘুরপথে কলকাতায় ঢুকেছে।