কোন পথে মিগজাউম’? ধোঁয়াশায় আবহাওয়াবিদরা, থমকে ঠান্ডা

কোন পথে মিগজাউম’? ধোঁয়াশায় আবহাওয়াবিদরা, থমকে ঠান্ডা

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে৷ সোমবারই তা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে তা এখনও নিশ্চিত নয়। তবে এর অভিমুখ উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে থাকবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর৷ বাংলায় এর প্রভাব কতখানি থাকব?  

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কি না তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এটা নির্ভর করছে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে থাকবে, তার উপরে৷ তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের কাঁটায় এখনই নামবে না তাপমাত্রার পারদ৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *