Aajbikel

আকাশ থেকে হঠাৎ পড়ল ভারী লোহার বস্তু! কী এটি

 | 
tanker

গোয়ালতোড়: কত দিন কত কিছুই না ঘটে। সেইসব ঘটনায় তাজ্জব হওয়া ছাড়া আর কিছু করার থাকে না। ঠিক যেমন সোমবার গোয়ালতোড়বাসীদের তাজ্জব হতে হয়েছে। আচমকাই আকাশ থেকে এক ভারী বস্তু পড়েছে সেখানে। তা দেখার জন্য যেমন ভিড়, ঠিক তেমনই সেটি কী তা জানার কৌতূহল। এত বড় জিনিস আকাশ থেকেই বা পড়ল কী করে তাও প্রশ্ন। 

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে এই ভারী বস্তুকে নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছিলেন। হ্যাঁ, তার মধ্যে বোমাতঙ্কও ছিল। কিন্তু পরে জানা যায়, সেটি যুদ্ধবিমানের একটি তেলের ট্যাঙ্কার। গ্রামবাসীদের ধারণা, যুদ্ধবিমান নিয়ে মহড়ার সময়ই কোনও কারণে সেটি খুলে পড়ে গিয়েছে। এরপর যোগাযোগ করা হয় কলাইকুণ্ডা বিমানঘাঁটির কর্তাদের সঙ্গে। তারা স্পষ্ট করেছেন যে, ওই বস্তুটি মিগ ২৯ যুদ্ধবিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক। ইতিমধ্যেই ওই ট্যাঙ্কার নিয়ে যাওয়ার জন্য সেনার তরফ থেকে আধিকারিকরা আসছেন। 

এদিন দুপুরে গোয়ালতোড়ের সিয়ারবনি জঙ্গলে হঠাৎ করে আকাশ থেকে ওই কন্টেনারটি পড়তে দেখেন জঙ্গলের পথ ধরে যাওয়া মানুষজন। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। পড়ার সময় সেটির জন্য কোনও দুর্ঘটনাও ঘটে যেতে পারত বৈকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমার মতো দেখতে এই বস্তু নিয়ে কৌতূহল তৈরি হয় মানুষের মধ্যে। যার সত্যিটা এখন সামনে এসেছে।  

Around The Web

Trending News

You May like