আকাশ থেকে হঠাৎ পড়ল ভারী লোহার বস্তু! কী এটি

আকাশ থেকে হঠাৎ পড়ল ভারী লোহার বস্তু! কী এটি

গোয়ালতোড়: কত দিন কত কিছুই না ঘটে। সেইসব ঘটনায় তাজ্জব হওয়া ছাড়া আর কিছু করার থাকে না। ঠিক যেমন সোমবার গোয়ালতোড়বাসীদের তাজ্জব হতে হয়েছে। আচমকাই আকাশ থেকে এক ভারী বস্তু পড়েছে সেখানে। তা দেখার জন্য যেমন ভিড়, ঠিক তেমনই সেটি কী তা জানার কৌতূহল। এত বড় জিনিস আকাশ থেকেই বা পড়ল কী করে তাও প্রশ্ন। 

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে এই ভারী বস্তুকে নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছিলেন। হ্যাঁ, তার মধ্যে বোমাতঙ্কও ছিল। কিন্তু পরে জানা যায়, সেটি যুদ্ধবিমানের একটি তেলের ট্যাঙ্কার। গ্রামবাসীদের ধারণা, যুদ্ধবিমান নিয়ে মহড়ার সময়ই কোনও কারণে সেটি খুলে পড়ে গিয়েছে। এরপর যোগাযোগ করা হয় কলাইকুণ্ডা বিমানঘাঁটির কর্তাদের সঙ্গে। তারা স্পষ্ট করেছেন যে, ওই বস্তুটি মিগ ২৯ যুদ্ধবিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক। ইতিমধ্যেই ওই ট্যাঙ্কার নিয়ে যাওয়ার জন্য সেনার তরফ থেকে আধিকারিকরা আসছেন।