আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস

কলকাতা: গরমের হাত থেকে মিলেছে নিস্তার৷ বৃষ্টি এসে স্বস্তি দিয়েছে রাজ্যের মানুষকে৷ বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে৷ দুপুরের পর থেকেই বৃষ্টিস্নাত কলকাতা৷ হয়েছে শিলাবৃষ্টি৷ বেশ…

Rain

কলকাতা: গরমের হাত থেকে মিলেছে নিস্তার৷ বৃষ্টি এসে স্বস্তি দিয়েছে রাজ্যের মানুষকে৷ বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হয়েছে৷ দুপুরের পর থেকেই বৃষ্টিস্নাত কলকাতা৷ হয়েছে শিলাবৃষ্টি৷ বেশ কিছু জেলাতেও শিলাবৃষ্টি হয়েছে৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না৷ রবিবার পর্যন্ত একই রকম পরিস্থিতি বজায় থাকবে৷ বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও।

হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখাটি গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে৷ যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে৷ যা থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে৷ সেই সঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাস। এছাড়াও পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে বৃহস্পতিবার কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছিল। শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷

বজবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৬০-৭০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া৷ রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷ রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেও। বৃষ্টি থামার পর ফের বাড়বে তাপমাত্রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *