নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হবে উত্তরেও

কলকাতা:  বাংলার উপকূলে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা…

কলকাতা:  বাংলার উপকূলে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার জেরেই বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। এদিকে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

 

আগামী ২৪ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উপকূলবর্তী সব জেলাতেই দিনভর আকাশ মেঘলা থাকবে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে।  সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে৷