অবশেষে শীতের আমেজে বাংলা, শহরে পারদ নামলো ৪ ডিগ্রি

কলকাতায় অবশেষে নামলো তাপমাত্রা।

 

কলকাতা: কলকাতায় অবশেষে নামলো তাপমাত্রা। একধাক্কায় ৪ ডিগ্রি পারদ নামলো শহর কলকাতায়। সোমবার তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। রাতে তাপমাত্রা আরো কমবে জানালো আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই শহর এবং রাজ্যের একাধিক জেলায় জাঁকিয়ে পড়বে শীত। উল্লেখ করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে এখনই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভালো ঠান্ডা পড়ে গেছে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভালো মতো ঠান্ডা অনুভব করতে এখনো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আজ সকালের শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। আরো জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রভাব পড়বে উত্তর ভারতে। জম্মু-কাশ্মীর, লাদাখ সহ হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কোন নদীকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সব মিলিয়ে আগামী কয়েকদিনে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হবে বলে অনুমান।

চলতি মরসুমে ঠান্ডার দাপট বেশি থাকতে পারে বলে আভাস দিয়েছিলেন আবহবিদরা। পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর ভারতে তুষারপাত, দক্ষিণ পূর্ব ভারতের ঘূর্ণিঝড়ের প্রভাব, সব মিলিয়ে দফায় দফায় এ বছর ঠান্ডা পড়বে বলে অনুমান করছে মৌসম ভবন। উল্লেখ্য, আইএমডি-র পূর্বাভাস, ২৫ নভেম্বরের মধ্যেই দক্ষিণ ভারতের একাধিক উপকূলবর্তী রাজ্যে আছড়ে পড়বে নতুন সাইক্লোন গতি। ইতিমধ্যেই প্রবল শক্তি বাড়িয়ে সাগরের ফুঁসছে চলতি বছরের তৃতীয় সাইক্লোন। এর জেরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে। সাইক্লোনের কবল থেকে বাদ যাবে না তামিলনাড়ু, পুডুচেরিও। অনুমান করা হচ্ছে এই সাইক্লোন এর কারণে কমপক্ষে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন রাজ্যে। ২৫ নভেম্বরের মধ্যে আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও গতির প্রভাব থাকবে আগামী তিন-চার দিন ধরে। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এই সমস্ত রাজ্যে। ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে শ্রীলঙ্কা উপকূলে সৃষ্টি নিম্নচাপ শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =