কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি সামলাতে বিগত কয়েক দিন ধরে রাজ্য চলছে বিধি-নিষেধ। সেই প্রেক্ষিতে একাধিক পরিষেবা বন্ধ ছিল যার মধ্যে ছিল পরিবহন। কিন্তু সম্প্রতি রাজ্যের বিধি-নিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলেও পরিবহনে ছাড় দিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাস্তায় সেভাবে বেসরকারি বাসের দেখা মিলছে না। ভাড়া বৃদ্ধি নিয়ে তরজা জারি। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই সরকারের তরফে করা পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি। এবার পরিস্থিতি সামাল দিতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার।
বেসরকারি বাসের অমিল থাকায় রাস্তায় নেমে ব্যাপক ঝামেলায় পড়েছেন সাধারণ যাত্রীরা। কারণ ট্রেন এবং মেট্রো চলছে না। অন্য দিকে রয়েছে বাস ভাড়া নিয়ে তরজা। তাই জট থাকাতে আগামী সোমবার বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে ময়দানের পরিবহন দফতরের তাঁবুতে মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভাড়া বৃদ্ধি না হলে যে বাস রাস্তায় নামবে না তা এক প্রকার বুঝিয়ে দিয়েছে বাস মালিক সংগঠন। একে বিধি নিষেধের চক্করে রাস্তায় নাজেহাল অবস্থা হচ্ছে যাত্রীদের এবং তার ওপর রয়েছে বাস ভাড়ার সমস্যা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। তাই এবার তড়িঘড়ি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের পরিবহন মন্ত্রী।
আরও পড়ুন: প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
বিগত কয়েক মাস ধরে জ্বালানির দামের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম। এই অবস্থায় বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে সরব মালিকরা। অনেক জায়গা থেকেই অভিযোগ উঠে আসছে যে রাস্তায় বাস থাকলেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে। তাই সমস্ত রকমের জটিলতা কাটাতে অবশেষে বৈঠক ডেকেছে রাজ্য সরকার।