নবান্নের বৈঠকে প্রায় সব দাবিই মেনে নিল রাজ্য সরকার! আদৌ উঠবে কর্মবিরতি?

Meeting of Junior Doctors কলকাতা: অবশেষে কি উঠছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি? নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সব দাবি মেনে নিয়েছে। তবে দাবি পূরণে…

Meeting of Junior Doctors meeting-of-junior-doctors-with-chief-secretary-in-nabanna

Meeting of Junior Doctors

কলকাতা: অবশেষে কি উঠছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি? নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের সব দাবি মেনে নিয়েছে। তবে দাবি পূরণে রাজ্যকে সময় দিতে হবে, জুনিয়র চিকিৎসকদের জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

এদিকে দীর্ঘ বৈঠকের পর নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকেরা বলেন, “আলোচনা অত্যন্ত হতাশাজনক। সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে। ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনবে। মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত আশ্বাস। আমাদের দাবির কার্যকর করতে সরকারের অনীহায় হতাশ।”

উল্লেখ্য, আন্দোলনের ৪০ দিনের মাথায় এসে স্বাস্থ্য সচিবের অপসারণ ও বাকি দুই দাবিতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ছিল জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের দাবি, হাসপাতালগুলোতে নিরাপত্তা, থ্রেট কালচার, ছাত্র সংসদ নির্বাচন, কলেজে কলেজে টাস্ক ফোর্স এই সব নিয়ে আলোচনা হয়েছে। কার্যবিবরণী নিয়ে মুখ্যসচিবের সঙ্গে কিছু জায়গায় সহমত তৈরি হয়নি। বৈঠকের ‘মিনিটস’ দেননি মুখ্যসচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। তিনি জুনিয়র চিকিৎসকদের সব দাবিগুলোকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন। একইসঙ্গে জুনিয়র চিকিৎসকরা বললেন, আমরা কাজে ফিরতে চাই।

কিন্তু কিছু বিষয়ে সমাধানসূত্র বেরোয়নি। যত ক্ষণ না দাবি পূরণ হচ্ছে কর্মবিরতি চলবে। সূত্রের খবর, বৈঠকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের দাবি মানা নিয়ে নির্দিষ্ট সার্কুলার বা নির্দেশিকা জারি না করা পর্যন্ত তারা অবস্থান তুলবেন না। যদিও এদিনের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, “সব জেলায় মহিলাদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী উইনারস টিম রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।” বৈঠকে কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের।

উল্লেখ্য, নবান্নে মুখ্যসচিব ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।