ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ, নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ, নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক

কলকাতা: কয়েক সপ্তাহের মধ্যেই কলকাতা সহ গোটা রাজ্যে ডেঙ্গির যেভাবে প্রকোপ বেড়েছে তাতে স্বাভাবিকভাবেই সকলে ভয় কাঁটা। অসমর্থিত সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত এবছরে ৩০ জন ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে রাজ্যে। আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতেও নিরুত্তাপ হয়ে থাকা যায় না। এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে সোমবার জোড়া বৈঠক হল নবান্নতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারেই এই বৈঠক। 

শেষ কয়েক সপ্তাহের মধ্যে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭০০, এখন তা বেড়ে হয়ে প্রায় ৪ হাজার ছুঁইছুঁই। এই আবহে কলকাতা পুরসভাও নড়েচড়ে বসেছে। কর্মীদের ছুটি বাতিল করে সপ্তাহভর স্বাস্থ্যকেন্দ্রে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি শহরে মশা দমনের কাজ রবিবারেও চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে আজকের নবান্নের বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে স্বাস্থ্য দফতরের সচিব, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য আধিকারিকরা ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কড়া অবস্থান নেবেন বলেই ইঙ্গিত মিলেছে। 

স্বাস্থ্যভবন সূত্রে খবর, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৭ হাজার পেরিয়েছে। এতজনের আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবে আতঙ্ক আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর এই ইস্যুতে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরসভা তথা রাজ্য সরকারকে ‘অপদার্থ’ বলে তোপ দেগেছে বাম শিবির। তাদের বক্তব্য, এত বছর ধরে সরকারের থেকে আদতে কোনও কাজই করেনি তৃণমূল। যদিও তৃণমূলের তরফে পাল্টা বলা হয়েছে, আজকের এই ডেঙ্গি পরিস্থিতির জন্য বাম আমল দায়ী।     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =