কলকাতা: ভরা রাস্তায় প্রকাশ্যে গুলি করে তাঁর স্বামীকে খুন করেছিল দুষ্কৃতীরা৷ সেই খুনিদেরই যেন জবাব দিলেন তিনি৷ স্বামীর আসনে দাঁড়িয়ে সেখান থেকেই জয় ছিনিয়ে আনলেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।
আরও পড়ুন- ঝালদা উপনির্বাচনে ফের জয়ী কংগ্রেস, অন্তর্ঘাতের অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী
সদ্য নির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ার পর ওই আসনে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্তকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। গত রবিবার ছিল উপনির্বাচন৷ আজ, বুধবার প্রকাশিত হল ভোটের ফল। ফল বেরতেই বাজিমাত৷ পানিহাটি থেকে জয়ী হলেন মীনাক্ষী৷ শুধু জয়ী নয়, ২,২৭৪ ভোটে জিতলেন তিনি। ভোটে জেতার পর নিহত কাউন্সিলের স্ত্রী মীনাক্ষী বলেন, “এটা অনুপম দত্তের জয়।” তিনি আরও বলেন, “আমি ৯৫৫ ভোটে জয়ী হয়েছি। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। যেটুকু উন্নয়ন বাকি আছে তা পূরণ করাই হবে আমার লক্ষ্য৷ এই জয় মা, মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়।”
গত ১৩ মার্চের ঘটনা৷ ভর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন অনুপম৷ সেই সময় খুন করা হয় তাঁকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। অনুপম খুনের পরেই মীনাক্ষী দাবি করেছিলেন, এই ঘটনায় স্থানীয় কোনও লোকের হাত রয়েছে৷ পরিকল্পনা করে অনুমপমকে খুন করা হয়েছে বলেও দাবি তাঁর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>