কুখ্যাত দুষ্কৃতী ‘মোটা রাজা’ গ্রেফতার, পুরষ্কৃত পুলিশ কর্মীরা

কুখ্যাত দুষ্কৃতী ‘মোটা রাজা’ গ্রেফতার, পুরষ্কৃত পুলিশ কর্মীরা

মেদিনীপুর: অবশেষে মেদিনীপুরের অন্যতম ত্রাস মোটা রাজা ওরফে সুমন সিংকে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশ সূত্রের খবর, একেবারে সিনেমার কায়দায় চারটি থানার পুলিশ একই সময়ে চারিদিক থেকে ঘিরে ফেলে তল্লাশি শুরু করায় পালাতে পারেননি কুখ্যাত এই ডন৷ ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ৷ রবিবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ ১৪দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে৷

জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, শুধু খুন বা তোলা আদায় নয়, মেদিনীপুর শহরে বেআইনি মাদক দ্রব্য (হিরোইন) পাচারেরও অন্যতম অভিযুক্ত এই সুমন ওরফে মোটা রাজা৷ দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল৷ শনিবার রাতের দিকে একই সঙ্গে একাধিক থানার পুলিশ তল্লাশি অভিযানে নামার ফলে মোটা রাজা পালাতে পারেনি৷ তাঁকে গ্রেফতারর ঘটনায় যুক্ত থাকা পুলিশ কর্মীদের টিমকে মোট ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বুকে দুটি এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে৷ একটি ঘটনা ঘটে শহরের মহাতাবপুরে অন্যটি ধর্মায়৷ ধর্মার একটি ধাবাতে তোলা আদায় করতে গিয়ে গুলি চালায় মোটা রাজা৷ গুলিবিদ্ধ হয় ধাবার এক কর্মী৷ ওই ঘটনার অব্যাহতি পরেই মহাতাবপুর শশ্মানঘাট এলাকায় এক শশ্মান়যাত্রীর মিছিলেও গুলি চালানোর অভিযোগ ওঠে মোটা রাজার বিরুদ্ধে৷ এরপরই মেদিনীপুর সদর, খড়গপুর, ডেবরা থানার পুলিশ এবং জেলা পুলিশের আধিকারিকেরা মোটা রাজাকে গ্রেফতারের জন্য তল্লাশিতে নামে৷ চারিদিক থেকে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করায় ফেঁসে যায় মোটা রাজা৷ মেদিনীপুর শহরে ঢোকার অন্যতম রাস্তা ধর্মা এলাকা থেকে তাঁকে পাকড়াও করেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 1 =